
ঢাকাঃ আগামী ২৮ নভেম্বর ঢাকার কেরানীগঞ্জের ১১টি ইউনিয়নে অনুষ্ঠিত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন। ১১ নভেম্বর ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে ১২ ইউনিয়নে ৫৫ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করলেও, ৮ টি ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী বাদে সকলেই মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। যার কারণে ২৮ নভেম্বর নির্বাচনের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৮ জন চেয়ারম্যান নির্বাচিত হচ্ছেন।
যে সকল ইউনিয়নে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তারা হলেন- কোন্ডা ইউনিয়নে সাইদুর রহমান চৌধুরী, তেঘরিয়া ইউনিয়নে মো. লাট মিয়া, শুভাঢ্যা ইউনিয়নে ইকবাল হোসেন, আগানগর ইউনিয়নে মো. জাহাঙ্গীর শাহ খুশি, জিনজিরা ইউনিয়নে সাকুর হোসেন, কালিন্দি ইউনিয়নে মো. ফজলুল হক, রোহিতপুর ইউনিয়নে আব্দুল আলী এবং কলাতিয়া ইউনিয়নে মো. তাহের আলী।
আগামী ২৮ নভেম্বর কেরানীগঞ্জের হযরতপুর, শাক্তা, বাস্তা তিনটি ইউনিয়নে ১৫ জন প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচন করবে।
এছাড়া মেম্বার পদে ১২টি ইউনিয়নে ৫৮৯ জন মনোনয়ন পত্র দাখিল করেন, যাদের মধ্যে ৬ জনের মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করা হয়। ৯৬ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেয়। ১৪ জন মেম্বার প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
আগামী ২৮ নভেম্বর কেরানীগঞ্জের ১২ টি ইউনিয়নের ১০৮ টি ওয়ার্ডের মধ্যে ৯৪টি ওয়ার্ডে ৪৭৩ জন প্রার্থী মেম্বার পদে নির্বাচন করবেন।
আমাদের বাণী/বাংলাদেশ/১২/১১/২০২১
Leave a Reply