নির্বাচনে কেউ ভোটকেন্দ্রে মারা যায়নি: ইসি সচিব

ঢাকাঃ আজকে ভোটকেন্দ্রে কেউ মারা যায়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার বলেছেন, আজ যে ছয়জন মারা গেছে তারা কেউ আমাদের ভোটকেন্দ্রে মারা যায়নি। প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা তাদের মধ্যেই ধাওয়া-পাল্টা ধাওয়া, তাদের মধ্যেই সহিংসতা হয়েছে এবং তারা মারা গেছে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সন্ধ্যায় নির্বাচন ভবনে দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচন শেষে এ কথা বলেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

ইসি সচিব বলেন, আপনারা বলেছেন ছয়জন মারা গেছেন, এটি ঠিক। এটির জন্য কমিশন ব্যথিত। এটি আমরা কখনো চাইবো না রাষ্ট্রের একজন নাগরিকও যেকোনো কারণেই নিহত হোক।

ইসি সচিব বলেন, একটি কথা মনে রাখতে হবে ইউনিয়নপরিষদ নির্বাচনে কিন্তু ঘরে ঘরে,পাড়ায় পাড়ায় প্রতিযোগিতা হয়। একটি পাড়া আরেকটি পাড়ারউপর প্রভাব বিস্তার করতে চায়। এই প্রভাব বিস্তার করার একটি প্রতিযোগিতা ইউনিয়ন পরিষদেরনির্বাচনে থাকে। প্রার্থী যারা তারা কিন্তু অতি আবেগী হয়ে যায় বিজয়ের জন্য। এ সব কারণেই কিন্তু এই নির্বাচনে সহিংসতা হয়ে থাকে। তারপরও বলব যে ঘটনাগুলো ঘটেছে তার জন্য নির্বাচনকমিশন মনে করে এই ঘটনাগুলো না ঘটলে আরো ভালো হতো।

তিনি আরও বলেন, আমরা মনে করি নেক্সট টাইম আরো ভালো ভোট হবে।

কতো শতাংশ ভোট পড়েছে জানতে চাইলে তিনি বলেন,কতো শতাংশ ভোট পড়েছে সেটি এই মূহুর্তে বলা কঠিন, যেহেতু ভোট কাউন্ট হচ্ছে। আমরা এপর্যন্ত যে তথ্য পেয়েছে ৬৫ থেকে ৭০ ভাগ ভোট কাস্ট হয়েছে। আজ যে ভোটটি হয়ে গেছে এটি বসে এনালাইসিস করব। এনালাইসিস করে দেখব আর কোন জায়গায় বেশি আমাদের জোর দিতে হবে, যাতে ভোট আরো ভালো হয়।

হুমায়ুন কবীর খোন্দকার বলেন, মোট যে ৮৩৪টি ইয়নিয়ন পরিষদে ভোট হয়েছে আমরা সব জেলায় খবর নিয়েছি, প্রার্থীরাও কেউ কেউ আমাদের অভিমত ব্যক্ত করেছেন, আমরা জানতে পেরেছি ভোটটি খুব সুন্দর হয়েছে, উৎসব মুখর হয়েছে। ৮ হাজার ৪০০ ভোট কেন্দ্রের মধ্যে ১০টিতে ব্যালট ছিনতায়ের চেষ্টা করেছে। আমাদের প্রিসাইডিং অফিসাররা ওই দশ কেন্দ্রের ভোট বন্ধ করে দিয়েছেন। এগুলো পরবর্তীতে ভোট গ্রহণ করা হবে। অন্যান্য কেন্দ্রগুলো নিয়ে যদি রেজাল্ট না হয়, তখন নতুন ডিসিশন নিয়ে ভোট নেওয়া হবে।

আমাদের বাণী/বাংলাদেশ/১২/১১/২০২১  

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.