
ঢাকাঃ বাংলাদেশে বর্তমানে ২২ কোটি মোবাইল ব্যবহার করছে মানুষ। এর মধ্যে গত চার মাসে দেশে এসেছে ১ কোটি ৪৪ লাখ মোবাইল, যার মধ্যে ৪৪ লাখ অনিবন্ধিত। বুধবার রাজধানীর কাওরানবাজারে এক অনুষ্ঠানে এ তথ্য জানান বিটিআরসির উপ-পরিচালক এস এম গোলাম সাওয়ার।
গত জুলাই মাস থেকে একটি সফওয়্যার চালু করেছে বিটিআরসি। এ সফটওয়্যারের মাধ্যমে নিবন্ধত ও অনিবন্ধিত মোবাইলের তালিকা তৈরি করা হয়েছে। অনিবন্ধিত মোবাইল ফোন ব্যবহারকারীরা যেকোনো সময় বিড়ম্বনায় পড়তে পারেন বলে জানান বিটিআরসির উপ-পরিচালক।
এর আগে গতকাল মঙ্গলবার রাজধানীর পল্লবী থেকে বিভিন্ন ব্র্যান্ডের বিপুল সংখ্যক অনিবন্ধিত মোবাইল জব্দ করেছে র্যাব। এ সময় চোরাকারবারী চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়। বুধবার বিকেলে কারওয়ানবাজার বাজারে মিডিয়া সেন্টারে র্যাব-৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মোজাম্মেল হক এ তথ্য জানান।
আসামিদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র্যাব জানায়, কয়েক বছর ধরে বিভিন্ন দেশ থেকে চোরাই পথে মোবাইলগুলো দেশে আনা হয়। সরকারের নির্ধারিত রাজস্ব ফাঁকি দিয়ে এগুলো অবৈধভাবে আনা হয়। এ ধরনের মোবাইল ব্যবহার করলে গ্রাহক বিড়ম্বনার শিকার ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। এ ক্ষেত্রে নতুন মোবাইল কেনার সময় নির্দিষ্ট নিয়মে আইএমইআই যাচাই করে নেওয়া প্রয়োজন।
আমাদের বাণী/বাংলাদেশ/১১/১১/২০২১
Leave a Reply