দেশে জনসংখ্যা ১৮ কোটি, মোবাইল গ্রাহক ২২ কোটি

ঢাকাঃ বাংলাদেশে বর্তমানে ২২ কোটি মোবাইল ব্যবহার করছে মানুষ। এর মধ্যে গত চার মাসে দেশে এসেছে ১ কোটি ৪৪ লাখ মোবাইল, যার মধ্যে ৪৪ লাখ অনিবন্ধিত। বুধবার রাজধানীর কাওরানবাজারে এক অনুষ্ঠানে এ তথ্য জানান বিটিআরসির উপ-পরিচালক এস এম গোলাম সাওয়ার।

ইন্টারনেট

গত জুলাই মাস থেকে একটি সফওয়্যার চালু করেছে বিটিআরসি। এ সফটওয়্যারের মাধ্যমে নিবন্ধত ও অনিবন্ধিত মোবাইলের তালিকা তৈরি করা হয়েছে। অনিবন্ধিত মোবাইল ফোন ব্যবহারকারীরা যেকোনো সময় বিড়ম্বনায় পড়তে পারেন বলে জানান বিটিআরসির উপ-পরিচালক।

এর আগে গতকাল মঙ্গলবার রাজধানীর পল্লবী থেকে বিভিন্ন ব্র্যান্ডের বিপুল সংখ্যক অনিবন্ধিত মোবাইল জব্দ করেছে র‌্যাব। এ সময় চোরাকারবারী চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়। বুধবার বিকেলে কারওয়ানবাজার বাজারে মিডিয়া সেন্টারে র‍্যাব-৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মোজাম্মেল হক এ তথ্য জানান।

মোবাইল ইন্টারনেট

আসামিদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র‍্যাব জানায়, কয়েক বছর ধরে বিভিন্ন দেশ থেকে চোরাই পথে মোবাইলগুলো দেশে আনা হয়। সরকারের নির্ধারিত রাজস্ব ফাঁকি দিয়ে এগুলো অবৈধভাবে আনা হয়। এ ধরনের মোবাইল ব্যবহার করলে গ্রাহক বিড়ম্বনার শিকার ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। এ ক্ষেত্রে নতুন মোবাইল কেনার সময় নির্দিষ্ট নিয়মে আইএমইআই যাচাই করে নেওয়া প্রয়োজন।

আমাদের বাণী/বাংলাদেশ/১১/১১/২০২১ 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.