বিদ্রোহী প্রার্থীর মিলাদে আ.লীগ প্রার্থীর হামলা

নরসিংদীঃ জেলার সদর উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নাজিম উদ্দিন ভূইয়া রিপনের নির্বাচনী মিলাদ মাহফিলে হামলা চালানোর অভিযোগ উঠেছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে। গতকাল বুধবার সকাল ১১টার দিকে আমদিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, হামলায় তিনজন আহত হয়েছেন। এ ছাড়া টেবিল-চেয়ার ভাঙচুর করা হয়েছে। মিলাদের খাবার ফেলে দেওয়া হয়েছে পুকুরে। বিদ্রোহী প্রার্থী নাজিম উদ্দিনের অভিযোগ, আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুল্লাহ ইবনে রইজ মিঠুর সমর্থকরা ৪০টি মোটরসাইকেলযোগে এসে হামলা চালিয়েছে। এ সময় আহত হন মো. আক্তার হোসেন, বরকত ও আনোয়ার হোসেন।

নাজিম উদ্দিন ভূইয়া বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে এলাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে প্রতিপক্ষ মিঠু তার লোকজন দিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করছে। জেলা প্রশাসক, পুলিশ সুপার ও নির্বাচন কমিশনের প্রতি আহবান জানাই, সুন্দর পরিবেশ যেন কেউ নষ্ট না করে সে ব্যাপারে ব্যবস্থা নিতে।

এ ব্যাপারে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল্লাহ ইবনে রইজ মিঠুর মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও সাড়া পাওয়া যায়নি।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান জানান, একই এলাকায় পাশাপাশি রিপন চেয়ারম্যানের মিলাদ ও আওয়ামী লীগ প্রার্থীর মিঠুর উঠান বৈঠক হওয়ার কথা ছিল। পরবর্তীতে মিলাদ মাহফিলে হামলার খবর পাওয়া যায়। ঘটনা তদন্ত করে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

আমাদের বাণী/বাংলাদেশ/১১/১১/২০২১  

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.