ফাইনালে ব্ল্যাক নিউজিল্যান্ড

ঢাকাঃ ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেলো ব্ল্যাক নিউজিল্যান্ড।

বুধবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে ইংল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটে ১৬৬ রান। ইংল্যান্ডের দেওয়া ১৬৭ রানের টার্গেটে পৌঁছতে নিউজিল্যান্ডের লেগেছে ১৯ ওভার।

কিউই ওপেনার ড্যারিল মিচেল ৪৭ বলে ৭২ রানে ইনিংস খেলেন। ৪টি ছক্কা ও ৪টি চার মেরে তিনি দলকে জয়ের দিকে নিয়ে যান। চারে নামা ডেভন কনওয়ে ৩৮ বলে ৪৬ রান করেন। ১১ বলে ২৭ রানের ক্যামিও খেলেছেন জেমি নিশাম। একটি চার মারলেও নিশাম ৩টি ছক্কা মারেন। শেষ ৪ ওভারে ৫৭ রানের দরকার ছিল নিউজিল্যান্ডের। কিন্তু মিচেল ও নিশাম ঝড়ে তিন ওভারেই ৫৭ রান তুলে নেয় কিউইরা। ইংল্যান্ডের ক্রিস ওকস ও লিভিংস্টোন ২টি করে উইকেট নেন।

এর আগে, টসে হেরে আগে ব্যাটিং করে ২০ ওভারে ৪ উইকেটে ১৬৬ রান সংগ্রহ করে ইংল্যান্ড। চারে নামা মঈন আলী ৩৭ বলে ৫১ রানে অপরাজিত থাকেন। ডেভিড মালান ৩০ বলে ৪১ রান করেন। ওপেনার জস বাটলার ২৪ বলে ২৯ রান করেন। এছাড়া লিয়াম লিভিংস্টোনের ব্যাট থেকে আসে ১৭ রান।

আমাদের বাণী/বাংলাদেশ/১০/১১/২০২১  

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.