
ঢাকাঃ এ সময়ের আলোচিত মডেল-অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। অভিনয়ের পাশাপাশি নাম লিখিয়েছেন পরিচালনায়। বর্তমান ব্যস্ততা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলছেন গণমাধ্যমের সঙ্গে।
বর্তমান ব্যস্ততা নিয়ে বলুন।
পূবাইলে সরকারি অনুদানের ‘ক্ষমা নেই’ সিনেমার শুটিং করছি। প্রথম দিকে আমার ৫ দিনের শুটিং হয়েছে। আর চলতি মাসের শেষ দিকে এফডিসিতে সেট তৈরি করে শুটিং হবে। মুক্তিযুদ্ধভিত্তিক গল্পে একজন তরুণীর ভূমিকায় আমাকে দেখা যাবে।
আপনাকে নিয়মিত অভিনয়ে দেখা যাচ্ছে না, অন্য কোনো কাজে ব্যস্ত আছেন কি?
নিজের প্রোডাকশন হাউস ‘কচ্ছপ ফিল্মস’ নিয়ে কাজ করছি। গত মাসে একটি কবিতার ভিডিও পরিচালনা করেছি। আগামীতে আরও কিছু পরিকল্পনা আছে। এ ছাড়া নতুন একটি ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে পরিকল্পনা করছি। আগামী মাসে বড় সংবাদ দিতে পারব।
পরিচালনায় গেলে অভিনয় জীবনের কী হবে?
২০১৭ সাল থেকে অভিনয়কে আমি পেশা হিসেবে দেখছি না। বেশি কাজ করা হয় না। গল্প ভালো লাগলে কাজ করি, না হলে করি না। আসলে কোনো পরিকল্পনা করার আগে বলতে চাই না। হয়ে গেলে তাই বলি। এই যে দেখ আমি এটা করলাম।
অবসর সময় কীভাবে পার করেন?
নিজের দুনিয়ায় নিয়েই থাকি। মাঝেমধ্যে এখান থেকে বের হয়ে শুটিং করি। অনেকেই বলে আমাকে খুঁজে পাওয়া যায় না। আমি আমার মতো করে থাকি, তাই হয়তো এমন হয়। আসলে বাইরের দুনিয়া অনেক অস্থির, অনেক অশান্তি, আর আমার দুনিয়ায় শান্তিতে থাকি।
আপনি ভ্রমণপিপাসু মানুষ, শীতে পরিকল্পনা কী?
ভ্রমণ আমার অনেক বেশি পছন্দের। আগে প্রতি মাসে কোথাও না কোথাও যেতাম। গত দুই বছর বন্দি জীবন। করোনার জন্য সবাই যেমন জীবনযাপন করছে। আমি এমন জীবন আগে থেকে পার করে আসছি। আপাতত কোথাও যাওয়ার পরিকল্পনা নাই। তবে শীতে হয়তো শুটিং করে সময় পার হবে। শীতকালে শুটিং করা আরাম।
বিয়ে কিংবা সংসারের পরিকল্পনা থাকলে বলুন
সংসার করার জন্য বিয়ে কেন করতে হবে। বিয়ে না করলেই যে সংসার হবে এমন না, আমার মাকে নিয়েই আমার সংসার চলছে। জন্ম-মৃত্যু-বিয়ে আল্লাহর হাতে। বিয়ের বিষয়ে আপাতত কিছু ভাবছি না।
আমাদের বাণী/বাংলাদেশ/১০/১১/২০২১
Leave a Reply