
হবিগঞ্জঃ ইউপি নির্বাচনে দেশের বিভিন্ন স্থানে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হওয়ার হিড়িক পড়েছে। তবে হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার চিত্র ভিন্ন। এখানে নৌকা প্রতীকের প্রার্থীর ‘গলার কাঁটা’ হয়ে আছে দলের বিদ্রোহীরা। দ্বিতীয় ধাপে উপজেলার পাঁচটি ইউনিয়নে নির্বাচন আগামীকাল। ভোটের মাঠে রয়েছেন ২৫০ জন প্রার্থী। তার মধ্যে চেয়ারম্যান পদে ১৬ জন, সাধারণ সদস্য পদে ১৭৪ জন ও সংরক্ষিত ওয়ার্ডে ৬০ জন।
স্থানীয় আওয়ামী লীগের একাধিক নেতা বলেছেন, কোনো কোনো ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থীর চেয়েও বিদ্রোহী প্রার্থী অনেক শক্তিশালী।
খোঁজ নিয়ে জানা গেছে, ১নং সদর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আশরাফুল ইসলাম মোবারুল। এখানে দলের বিদ্রোহী হিসেবে লড়ছেন সাবেক যুবলীগ নেতা স্বাধীন মিয়া। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে আছেন বিএনপি নেতা ইসমাইল হোসেন সরশ। ২নং বদলপুর ইউনিয়নে নৌকার প্রার্থী সুসেনজিৎ চৌধুরী। তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন একই দলের স্বতন্ত্র নীলকমল ও অসিম কুমার চৌধুরী। ৩নং জলসুখা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী রুকসানা আক্তার শিখা। এখানে বিদ্রোহী হিসেবে দাঁড়িয়েছেন সাবেক যুবলীগ নেতা ফয়েজ আহমেদ খেলু। এই ইউনিয়নে বিএনপি নেতা এবিএম জামির স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন। ৪নং কাকাইলছেও ইউনিয়নে নৌকার প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজবাহ উদ্দীন ভূঁইয়া।
এর আগে তিনি উপজেলা পরিষদ নির্বাচনে ৫ বার প্রতিদ্বন্দ্বিতা করে প্রতিবারই পরাজিত হয়েছেন। এবার তার বিরুদ্ধে ‘বিদ্রোহ’ ঘোষণা করেছেন আশরাফ উদ্দিন। ৫নং শিবপাশা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী তফছির মিয়া। এখানে আওয়ামী লীগের বিদ্রোহী তিনজন। তারা হলেন- আলী আমজাদ, জাহাঙ্গীর আলম ও নলিউর রহমান তালুকদার। এ ছাড়া শক্তিশালীভাবে মাঠে আছেন স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা মাবুল মিয়া।
আমাদের বাণী/বাংলাদেশ/১০/১১/২০২১
Leave a Reply