হাঁসও মানুষের শত্রু

ঢাকাঃ জেলার নবাবগঞ্জ উপজেলায় খামারে হাঁসের খাবারে বিষ মিশিয়ে ১১০টি হাঁস মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। সোমবার সন্ধ্যায় উপজেলার বান্দুরা ইউনিয়নের নূরনগর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় খামার মালিক ফারুক হোসেন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

ফারুক হোসেন জানান, নূরনগর ব্রিজের পাশে তিনি একটি হাঁসের খামার গড়ে তুলেছেন। খামারে ১১০টি হাঁস ছিল। সোমবার বিকালে খামারের তদারককারী নামাজ পড়তে গেলে অজ্ঞাত দুর্বৃত্তরা হাঁসের খাবারের সঙ্গে কীটনাশক মিশিয়ে দেয়। সেই বিষাক্ত খাবার খেয়ে সব হাঁস মারা যায়। এতে তার প্রায় ৭০ হাজার টাকা ক্ষতি হয়েছে।

এ ঘটনায় এলাকাবাসী নিন্দা জানিয়েছেন। তারা মরা হাঁসগুলো দেখে মন্তব্য করেছেন, মানুষের সঙ্গে মানুষের শত্রুতা থাকতে পারে। তাই বলে হাঁস মেরে প্রতিশোধ নিতে হবে! নবাবগঞ্জ থানার এএসআই সোহরাব হোসেন অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন।

আমাদের বাণী/বাংলাদেশ/১০/১১/২০২১  

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.