
ঢাকাঃ ‘তাহলে ভাড়া দেওয়ার আগে চাকার নিচে মাথা দিতে হবে? তারপর দেখতে হবে বাসটি সিএনজিচালিত না ডিজেলচালিত।’ সোমবার (৮ নভেম্বর) মগবাজার মোড়ে এক যাত্রী হেসে হেসে এ কথা বলছিলেন।
এর আগে এ প্রসঙ্গে বাসে ওঠার আগে যাত্রীদের পরামর্শ দিয়ে বিআরটিএর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার বলেছেন, সিএনজির সিলিন্ডার তো গাড়িতেই থাকে। যাত্রীরা একটু কষ্ট করে দেখে নিয়ে তারপর ভাড়া দিলেই হয়।
এটা যাত্রীদের দায়িত্ব কি না, এমন প্রশ্নে বিআরটিএ চেয়ারম্যান বলেন, রাজধানীতে অসংখ্য পরিবহন রয়েছে। চাইলে বিআরটিএর একার পক্ষে বাড়তি ভাড়া নিয়ন্ত্রণ সম্ভব নয়। আমরা মাঠে আছি। এই কাজে সবার সহযোগিতা প্রয়োজন।
সংস্থাটির চেয়ারম্যান আরও বলেন, যাত্রীদের থেকে বাড়তি ভাড়া নিলে ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে সিএনজিচালিত বাসে ভাড়তি ভাড়া আদায় করলে আইন অনুযায়ী জরিমানা ও মামলা করা হচ্ছে। বিআরটিএর মনিটরিং নেই এটা ভুল কথা। আমিসহ ১০ জন ম্যাজিস্ট্রেট রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে দায়িত্ব পালন করছে। যাত্রীদের কাছ থেকে ঘোষিত ভাড়ার চেয়ে বাড়তি ভাড়া না নেওয়া হয়, এ বিষয়টি তারা দেখছে।
যাত্রীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা যখন ভাড়া দেবেন অবশ্যই একটু দেখে নিয়েন, বাসটি সিএনজিচালিত না ডিজেলচালিত। এরপর ভাড়া দেবেন।
আমাদের বাণী/বাংলাদেশ/০৯/১১/২০২১
Leave a Reply