শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা দেবে ফ্রান্স

ঢাকাঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা অভ্যর্থনা জানানো জন্য প্রস্তুত হয়ে আছে ফ্রান্স। মঙ্গলবার (৯ নভেম্বর) প্যারিসে পৌঁছানোর পর দ্য গল বিমানবন্দরে তাকে এই সম্মান দেওয়া হবে।

সোমবার (৮ নভেম্বর) এ বিষয়ে ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা গণমাধ্যমকে বলেন, ‘বিমানবন্দরে লাল গালিচার পাশাপাশি আর্মস স্যালুট দেওয়া হবে প্রধানমন্ত্রীকে।’

এলিসি প্রাসাদেও প্রধানমন্ত্রীকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোর পক্ষ থেকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হবে বলে জানান রাষ্ট্রদূত। এর পাশাপাশি প্রাসাদেও আর্মস স্যালুট দেওয়া হবে।

রাষ্ট্রদূত বলেন, ‘এছাড়া লা ইনভালিদাস অর্থাৎ যুদ্ধে নিহত সৈনিকদের স্বীকৃতি দেওয়ার জন্য মনুমেন্টে গার্ড অব অনার দেওয়া হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।’

পাঁচ দিনের সফরে মঙ্গলবার প্যারিসে যাচ্ছেন শেখ হাসিনা। এ সময় ফ্রান্সের প্রেসিডেন্ট ছাড়াও প্রধানমন্ত্রী জাঁ ক্যাস্টেক্সের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হবে।

এই সফরে বেশ কয়েকটি সমঝোতা সই হতে পারে। নিরাপত্তা খাতে একটি লেটার অব ইনটেন্ট সই হতে পারে বলেও আশা করা হচ্ছে।

আমাদের বাণী/বাংলাদেশ/০৯/১১/২০২১ 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.