সরকার লুটেরাদের স্বার্থ রক্ষার পাহাড়াদার: ময়মনসিংহে বাম জোট

ময়মনসিংহঃ  বিনাভোটে, অগণতান্ত্রিকভাবে নির্বাচিত আ.লীগ সরকার জনগণের প্রতি দায়বদ্ধতার ঊর্ধ্বে উঠে লুটেরাদের স্বার্থ রক্ষার পাহাড়াদারে পরিণত হয়েছে বলে অভিযোগ করেছেন বাম গণতান্ত্রিক জোট ময়মনসিংহ জেলা শাখা।

সোমবার (৮নভেম্বর) ডিজেল, কেরোসিন, এলপি গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্য কমানোর দাবিতে বাম গণতান্ত্রিক জোট ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা একথা বলেন।

বক্তারা কেরোসিন, ডিজেল, এলপি গ্যাস ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির বিরোধীতা করে এবং এ অযৌক্তিক সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে বলেন আজ বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে আমাদের দেশে একবারে ১৫ টাকা বৃদ্ধি করে ৬৫ থেকে ৮০ টাকা প্রতি লিটার নির্ধারণ করা হয়েছে যার প্রভাব শুধুমাত্র বাস, ট্রাক, লঞ্চের উপর নয় বরং ভাতের প্লেট পর্যন্ত পড়বে। যখন বিশ্ববাজারে তেলের দাম কম ছিল তখন প্রতি লিটারে সময় বিশেষ ৪০/৪৫ টাকা পর্যন্ত মুনাফা করেছে। গত ৭ বছরে বিপিসি প্রায় ৪০ হাজার কোটি টাকার বেশি মুনাফা করেছে। অথচ বিশ্ববাজারে তেলের দাম যে হারে বেড়েছে সে অনুযায়ী ভুর্তুকি দিলে আগামী অর্থ বছর পর্যন্ত সর্বোচ্চ ৫/৬ হাজার কোটি টাকা লোকসান হত।

পরিবহন মালিকরা সরকারের সাথে দরকষাকষি করে গণপরিবহণ বাস, ট্রাক, লঞ্চের ভাড়া বৃদ্ধি করে জনগণকে দূর্ভোগের মধ্যে ফেলেছে। ক্ষমাতাসীন ও লুটেরা বুর্জুয়াদের স্বার্থের খেলায় আজ জনগণ বলি হচ্ছে। তেলের দাম প্রায় দ্বীগুণ, কাঁচাবাজারে দ্রব্যমূল্য পাহাড়সম, তার বিপরীতে কমেছে মানুষে আয়।জনজীবন তার ছন্দ হারিয়েছে। বক্তারা অনতিবিলম্বে ভুর্তুকি দিয়ে কেরোসিন, ডিজেলের বর্ধিত মূল্য বাতিল ও দ্রব্যমূল্যের দাম জনমানুষের নাগালের মধ্যে আনার আহ্বান জানান। সরকারের ধনী তোষণ নীতির বিরোধীতা করে বলেন, সাধারণ মানুষের ব্যবহার্য কেরোসিন, ডিজেলের দাম বাড়লেও বড়লোকের ব্যবহার্য পেট্রোলের দাম বাড়ে না।

এছাড়াও বক্তারা নির্বাচনকে কেন্দ্র করে খুনাখুনি, ত্রাসের পরিবেশ কায়েম, অস্থিরতা ও সন্ত্রাসের সমালোচনা করেন।

বাম জোটের জেলা সমন্বয়ক কমরেড বীরেন বর্মনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাসদ জেলা ইনচার্জ কমরেড ইমাম হোসেন খোকন, সিপিবির সভাপতি কমরেড এমদাদুল হক মিল্লাত, বাসদ মার্কসবাদী জেলা ফোরামের সদস্য গৌতম কর। সঞ্চালনা করেন গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সমন্বয়ক কমরেড আজহারুল ইসলাম আজাদ।

আমাদের বাণী/বাংলাদেশ/০৯/১১/২০২১  

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.