
পঞ্চগড়ঃ দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে দিন দিন শীতের তীব্রতা বাড়ছে। একইসঙ্গে কমতে শুরু করেছে তাপমাত্রা। রবিবার পঞ্চগড়ে তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা দেশের মধ্যে সর্বনিম্ন।
তেঁতুলিয়া আবহাওয়া অফিস সকাল ৯ টায় এই তাপমাত্রা রেকর্ড করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বেড়ে যায়। দুপুর ১২টায় ২৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
এর আগে গতকাল শনিবার সকালে ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছেন তেঁতুলিয়া আবহাওয়া পর্যবক্ষেণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ।
আবহাওয়া অফিস সূত্র জানিয়েছে, যে হারে টানা তাপমাত্রার সর্বনিন্ম রেকর্ড করছে তেতুলিয়া তাতে এবার সর্বোচ্চ শীত তেতুলিয়ায় পড়বে বলে আশংকা করা যাচ্ছে।
আমাদের বাণী/বাংলাদেশ/০৮/১১/২০২১
Leave a Reply