মঞ্চস্থ হলো ‘অসমাপ্ত নির্দেশনা’

ময়মনসিংহঃ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে”করোনার বিরুদ্ধে নাটক” স্লোগানকে প্রতিপাদ্য রেখে শনিবার সন্ধ্যায় (৬নভেম্বর) ময়মনসিংহের অন্যতম বিদ্যাপিঠ আনন্দ মোহন কলেজ মাঠ, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মুক্তমঞ্চে নাটকটি পরিবেশন করে ছায়ানট সাংস্কৃতিক সংস্থা, ময়মনসিংহ।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে, নাট্যজন শরীফ মাহফুজুল হক আপেল এর রচনা ও নির্দেশনায় নাটকটি পরিবেশিত হয়।

‘অসমাপ্ত নির্দেশনা’ নাটকটি বর্তমান সময়ে মঞ্চনাটকের দূরাবস্থা এবং এর জন্য সমাজের অসহযোগীতামূলক ভূমিকাকে তুলে ধরে।

নাট্যজন জনাব আপেল বলেন, সংস্কৃতির বিকাশের মাধ্যমে যুব সমাজকে সাংস্কৃতিক অবক্ষয় থেকে রক্ষা করা এবং নাট্য আন্দোলনের সাথে যুক্ত করাই আমাদের মূল উদ্দ্যেশ্য।

‘থিয়েটার এগেইনস্ট করোনা : করোনার বিরুদ্ধে নাটক’ স্লোগানকে প্রতিপাদ্য করে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে একযোগে সারা দেশে ৩০০ টি নাটক ৯০০ মঞ্চে মঞ্চস্থ হবে। ময়মনসিংহ বিভাগে ৬৬ টি মঞ্চে ২২ টি নাটক মঞ্চস্থ হবে।

আমাদের বাণী/বাংলাদেশ/০৭/১১/২০২১  

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.