
মাদারীপুরঃ সারা দেশের সাথে এক যোগে দ্বিতীয় দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট ১১ নভেম্বর। এ দফায় ৮৪৮ ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে মাদারীপুরের কালকিনি ও নবগঠিত ডাসার উপজেলার ১৩ ইউনিয়নে ভোট গ্রহণও আগামী ১১ নভেম্বর। এদিকে এই নির্বাচনের তারিখ ঘোষণা করায় কালকিনি ও ডাসার উপজেলার প্রতিটি ইউনিয়নের সম্ভব্য চেয়ারম্যান, মেম্বর ও ভোটারদের মাঝে দেখা গেছে উৎসবের আমেজ।
নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন উপজেলার রমজানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার পার্থীরা। নির্বাচনের বর্তমান পরিস্থিতি জানতে রমজানপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের স্থানীয় কয়েকজন ব্যক্তির সাথে কথা বলে জানা যায়, নির্বাচনের প্রচার ও আলোচনায় উক্ত ওয়ার্ডের মেম্বার পার্থী আলমাস পাইক এগিয়ে আছেন।
২ নং ওয়ার্ডের মেম্বার পার্থী আলমাস পাইক এর সাথে নির্বাচনের ইশতেহার সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, কোনো কিছু পাওয়ার জন্য নয় বরং জনগণের সেবা করার জন্যই নির্বাচনে অংশগ্রহণ করা, মাদক – সন্ত্রাস -দুর্নীতিবাজ মুক্ত ওয়ার্ড গড়া এবং সর্বাত্মক উন্নয়ন করা তার একমাত্র লক্ষ্য। তিনি আগামী ১১ নভেম্বর ফুটবল মার্কায় সবার ভোট পাওয়ার জন্য আশাবাদী এবং দোয়া প্রত্যাশী। আলমাস পাইক করোনাকালীন সময়ে কয়েকবার লোকজনকে ত্রাণ-সাহায্য সহযোগিতা করেছেন এবং সবসময় মানুষের বিপদে পাশে ছিলেন।
মাদারীপুর জেলা নির্বাচন কর্মকর্তা মনিরুজ্জামান জানান, ২য় ধাপে কালকিনি ও ডাসার উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন নির্বিঘ্নে করতে সব ধরনের প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। কোন ধরনের বিশৃঙ্খলা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, উপজেলার ডাসার, নবগ্রাম, বালীগ্রাম, গোপালপুর, কাজীবাকাই, কয়ারিয়া, সাহেবরামপুর, রমজানপুর, শিকারমঙ্গল, সিডিখান, বাশগাড়ী, লক্ষ্মীপুর ও আলীনগর ইউনিয়নে নির্বাচনের আমেজ বিরাজ করছে।
আমাদের বাণী/বাংলাদেশ/০৬/১১/২০২১
Leave a Reply