অস্কারে যাচ্ছে ‘রেহানা মরিয়ম নূর’ ও ‘গোর’

ঢাকাঃ এবার একসঙ্গে বাংলাদেশের দুটি সিনেমা অস্কারে অংশ নেবে। একটি গাজী রাকায়েত পরিচালিত ‘গোর’, অন্যটি আব্দুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত ‘রেহানা মরিয়ম নূর’।

গাজী রাকায়েত পরিচালিত ‘গোর’ সিনেমাটি নির্মিত হয়েছে বাংলা ও ইংরেজি দুই ভাষায়। ইংরেজিতে এর নাম ‘দ্য গ্রেভ’। ইতোমধ্যে সিনেমাটি যুক্তরাষ্ট্রভিত্তিক দুটি ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। ইংরেজি ভাষা এবং আন্তর্জাতিক মুক্তির সুবাদেই অস্কারের সাধারণ ক্যাটাগরিতে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে ‘গোর’।

এ প্রসঙ্গে গাজী রাকায়েত বলেন, এটা বাংলাদেশের জন্য খুবই ভালো খবর। তবে আমরা এখনও অস্কারে পৌঁছাতে পারিনি। আমাদের সিনেমাগুলো মাত্র জমা দেওয়া হয়েছে। তারা শর্টলিস্ট করবে। তখনই আমরা অস্কারের মূল পর্বে যেতে পারবো। এটা ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার জন্য যেমন সত্য, আমার জন্যও। তবে এটা ঠিক, যদি চূড়ান্ত হয় ‘রেহানা মরিয়ম নূর’ একটি বিভাগে লড়বে। আর ‘গোর’ অস্কারের চলচ্চিত্র, অভিনেতা, স্ক্রিনপ্লেসহ অন্য সব বিভাগে লড়ার সুযোগ পাবে।

এর আগে কানে গিয়ে সাড়া ফেলেছে সাদ-বাঁধনের ‘রেহানা মরিয়ম নূর’। এবার যাচ্ছে অস্কারেও!

খবরটি নিশ্চিত করেছেন ৯৪তম অস্কার বাংলাদেশ কমিটির সমন্বয়ক আব্দুল্লাহ আল মারুফ। জানান, এবারের আসরে বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম (বিদেশি ভাষার প্রতিযোগিতা) বিভাগে বাংলাদেশের ছবি হিসেবে প্রতিনিধিত্ব করবে আব্দুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত ‘রেহানা মরিয়ম নূর’।

বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের উদ্যোগে গঠিত চলচ্চিত্র বাছাই কমিটির সভা অনুষ্ঠিত হয় গত ১৯ অক্টোবর। ওই সভায় বিদেশি ভাষা প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য ছবিটিকে মনোনীত করা হয়।

প্রতিবছরের মতো এবারও অস্কারের ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম প্রতিযোগিতায় অংশগ্রহণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ। এ লক্ষ্যে ছবি বাছাইয়ের জন্য ৮ (আট) সদস্যের কমিটি গঠন করা হয়। গত ৪ অক্টোবর বাছাই প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য ছবি আহ্বান করা হয়। প্রতিযোগিতায় চলচ্চিত্র জমা দেওয়ার শেষ সময় ছিল ১৪ অক্টোবর বিকাল ৫টা পর্যন্ত।

আমাদের বাণী/বাংলাদেশ/০৬/১১/২০২১ 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.