রিক্সা ভ্যানে এসেও পরীক্ষা দিতে পারেননি অনেকে!

ঢাকাঃ একইসঙ্গে ১৯ টি চাকরির পরীক্ষা এবং পরিবহন ধর্মঘট হওয়ার কারণে নিবন্ধন করেও অনেকেই পরীক্ষা দিতে পারেননি। শুক্রবার (৫ নভেম্বর) রাজধানীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে ঘুরে দেখা গেছে, একইদিনে একই সময়ে একাধিক পরীক্ষা হওয়া এবং পরিবহন ধর্মঘট হওয়ার জন্য অনেক পরিক্ষার্থী অংশ নিতে পারেননি পরীক্ষায়।

রাজশাহী থেকে রাতের ট্রেনে ঢাকায় পরীক্ষা দিতে এসেছেন মো. আকাশ আহমেদ। সকালে বিমানবন্দর স্টেশন থেকে সিএনজি নিয়ে ফার্মগেট এসে পরীক্ষা দিয়েছেন। কিন্তু দ্বিতীয় পরীক্ষার জন্য তিনি কোনো যানবাহন না পেয়ে ফার্মগেট থেকে রাসেল স্কয়ার পর্যন্ত হেঁটে এসেছেন। রাজধানীর শুক্রাবাদে অবস্থিত নিউ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ছিল তার সমন্বিত সাত ব্যাংকের পরীক্ষা কেন্দ্র।

তার পরিকল্পনা ছিল সকালে একটা পরীক্ষা দিয়ে বিকেলে আরেকটিতে অংশ নেবেন। তিনি জানান, তার একইদিন ৫ টি পরীক্ষার তারিখ পড়েছে, তিনটি পরীক্ষায় তিনি অংশ নিতে পারেননি। প্রায় দুইহাজার টাকা লেগেছে নিবন্ধন করতে। বেকারদের কাছ দিয়ে মোটা অংকের টাকা নিয়ে তাদের সাথে তামাশা ছাড়া আর কিছু না বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি।

টাঙ্গাইল থেকে এসেছেন রিক্তা নামের এক পরীক্ষার্থী। তিনি জানান. রিক্সা, সিএনজি, অটোরিকশা, লেগুনা, টেম্পু এমনকি ভ্যানে করে তিনি পরীক্ষা কেন্দ্রে এসেছেন। যেখানে তিনি ১০০টাকায় চলে আসতে পারতেন সেখানে তার ৬০০টাকার মতো খরচ হয়েছে। তারপর ও তিনি সকালের পরীক্ষা দিতে পারেননি। তার দাবি,এরপর থেকে বিভাগীয় শহরগুলোতে পরীক্ষা আয়োজন করা হলে তাদের এই ভোগান্তি কমবে।

এর আগের শুক্রবারও (২৯ অক্টোবর) একই দিনে বিসিএসসহ ১৩ প্রতিষ্ঠানের চাকরির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন ৪ লাখের বেশি। একই দিনে একাধিক প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষা পড়ায় বিপাকে পড়েছেন চাকরিপ্রার্থীরা।

আমাদের বাণী/বাংলাদেশ/০৫/১১/২০২১ 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.