ফুলপুরে প্রেমে ব্যর্থ তরুণের আত্মহত্যা

লাশ উ দ্ধার

ময়মনসিংহঃ প্রেমের প্রস্তাবে সারা না দেয়ায় বিষপানে প্রেমিকের আত্মহত্যা। ঘটনাটি জেলার জেলার ফুলপুর উপজেলার। ইন্টারমিডিয়েট পড়ুয়া তরুণ জীবন মিয়া (১৯) মঙ্গলবার (২ নভেম্বর) ময়মনসিংহ মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

উচ্চ মাধ্যমিক পরিক্ষার্থী জীবন মিয়া (১৯) ফুলপুর সরকারি ডিগ্রী কলেজের ছাত্র, উপজেলার পয়ারী এলাকার রুহুল আমিনের ছোট ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জীবন মিয়া একই উপজেলার এক স্কুলছাত্রীকে পছন্দ করতেন। রোববার (৩১ অক্টোবর) জীবন ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিলে সে প্রত্যাখ্যান করে। এ ঘটনার পরদিন সোমবার (০১ নভেম্বর) ভোরে বাড়ির সবার অজান্তে কীটনাশক পান করেন জীবন। পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (০২ নভেম্বর) রাতে জীবনের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে। নিহতের পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের বাণী/বাংলাদেশ/০৪/১১/২০২১ 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.