
ঢাকাঃ আসন্ন দ্বিতীয় ও তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ঘিরে বাড়ছে রক্তক্ষয়ী সংঘাত-সংঘর্ষ। গত ১৭ দিনে কয়েকটি জেলায় নির্বাচনী সহিংসতায় ১৩ জনের প্রাণহানি ঘটেছে, আহত হয়েছেন তিন সহস্রাধিক। হতাহতদের বেশিরভাগই আওয়ামী লীগের নেতা-কর্মী। কয়েকটি স্থানে ইউপি নির্বাচনে অন্য দলের কিংবা স্বতন্ত্র প্রার্থী থাকলেও ভোটের মাঠে কার্যত ক্ষমতাসীনরাই। সিংহভাগ ইউনিয়নেই আওয়ামী লীগের প্রতিপক্ষ আওয়ামী লীগ। দল মনোনীত প্রার্থী বনাম বিদ্রোহীরা সংঘাতে জড়াচ্ছেন। পরিবেশ নিয়ন্ত্রণে নিতে স্থানীয় প্রশাসন, ভোট গ্রহণের সঙ্গে সম্পৃক্তদের এবং ভোটারদের ভয়ভীতিও দেখাচ্ছেন তারাই। যার কারণে, নির্বাচন পর্যবেক্ষকরা বলছেন- ভোটে তারা, সংঘাতে তারা, ভয়ও দেখাচ্ছেন তারা।
দ্বিতীয় ধাপের ৮৪৬টি ইউনিয়নে আগামী ১১ নভেম্বর এবং তৃতীয় ধাপের ১ হাজার ৭টি ইউনিয়নে ২৮ নভেম্বর নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে জেলায়-জেলায় অস্ত্রের ঝনঝনানিও বেড়ে চলেছে। প্রায় প্রতিদিনই কোনো না কোনো স্থানে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণহানি ঘটছে। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে সহিংসতা ততই বাড়ছে। নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে মাঠে নেই বিএনপি। দল মনোনীত একক প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। মনোনয়ন না পেয়ে অধিকাংশ স্থানেই আওয়ামী লীগের নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ইউপি নির্বাচনকে কেন্দ্র করে হানাহানির ঘটনায় বিরক্ত আওয়ামী লীগ নেতৃত্ব। দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশৃঙ্খলায় জড়িতদের তালিকা করার নির্দেশ দিয়েছেন। ইতোমধ্যে তালিকা প্রণয়নের কাজ শুরু হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গকারী এবং তাদের মদতদাতা, উস্কানিদাতা নেতা-জনপ্রতিনিধিরাও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ‘কঠোর’ সাংগঠনিক ব্যবস্থার সম্মুখীন হবেন বলে গতকাল সোমবার জানিয়েছে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
বাঘারপাড়ায় হামলা, বিদ্রোহী প্রার্থীসহ আহত ৫
যশোরের বাঘারপাড়ার জহুরপুর ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) চেয়ারম্যান প্রার্থী বদর উদ্দিন মোল্যা ও তার ছেলেসহ পাঁচজনকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষ। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার সময় হুলিহট্ট গ্রামে এই ঘটনা ঘটে। আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত স্বতন্ত্র প্রার্থী ও বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বদর উদ্দিন মোল্যার অভিযোগ, আগামী ২৮ নভেম্বর সেখানে ভোট, গতকাল তিনি মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছিলেন। হুলিহট্ট গ্রামে পৌঁছালে তার প্রতিন্দ্বদ্বী ‘নৌকা’ প্রতীকের প্রার্থী আসাদুজ্জামান মিন্টুর লোকজন তাদের উপর হামলা চালায়। হামলায় অংশ নেয় মাসুদ, রশিদ, করিম, জসিম, মমিন ও জাহাঙ্গীর। হামলায় তিনি নিজে, তার ছেলে হাসিব ইকবাল লোটাস ও তার কর্মী মাহবুব, চঞ্চল এবং শাহরিয়ার মনু গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
বগুড়ায় ব্রিদোহী প্রার্থীর মোটর সাইকেল বহরে হামলা
বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়নে হামলা ও ভাঙচুরের ঘটনার একদিন পর গতকাল দুপুরে একই উপজেলার মাঝিহট্ট ইউনিয়নে নির্বাচনকে কেন্দ্র করে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এসকেন্দার আলী সাহানার মোটরসাইকেল বহরে হামলা চালিয়ে মারপিট ও ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় প্রার্থী সাহানারসহ ১০ জন আহত ও ৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। এই ঘটনায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল গফুর মন্ডলকে দায়ী করা হয়েছে। আহতরা হলেন- স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এসকেন্দার আলী সাহানা (৬৫), তার সমর্থক আলী আজম (৪৫), রতন (৪২), রব্বানী (২৫), আলীম (৩০), হাকিম (৩২), আমিনুল ইসলাম (৪২), আনোয়ার, বিপ্লব, হাবীবসহ ১০ জন। আহতরা শিবগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন।
রায়পুরায় হামলার ঘটনায় আরও একজনের মৃত্যু
গত ২৮ অক্টোবর নরসিংদীর রায়পুরার পাড়াতলী ইউনিয়নে নির্বাচনী সহিংসতার ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সুলমান মিয়া (৫০) গতকাল মারা গেছেন। ঘটনার দিন ভোরে একই ইউনিয়নের কাচারিকান্দী গ্রামের সাদির মিয়া (২২) ও হিরন মিয়া (৩৫) গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। আহত হয়েছিল অন্তত ৩০ জন।
এক মাসে সংঘর্ষে আওয়ামী লীগের আটজন নিহত
ইউপি নির্বাচনে সাধারণ সদস্য (মেম্বার) পদে দলীয় প্রতীক না থাকলেও এলাকায় আধিপত্য ধরে রাখার লড়াইয়ে রক্ত ঝরাচ্ছেন নিজ দলের নেতা-কর্মী-সমর্থকদের। দ্বিতীয় ও তৃতীয় ধাপে ভোট প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে এক মাসে অভ্যন্তরীণ সংঘর্ষে আওয়ামী লীগের আট নেতা-কর্মী-সমর্থক নিহত হয়েছেন।
১৭৭টি সংঘর্ষে এপর্যন্ত নিহত ১৮ জন
জানুয়ারি থেকে প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ, পৌরসভা, মেয়াদোত্তীর্ণ উপজেলার ভোটে এপর্যন্ত ১৭৭টি সংঘর্ষে ১৮ জন নিহত হয়েছেন। গত ১৭ অক্টোবর রাঙ্গামাটি কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী নেথোয়াই মারমাকে নিজ বাসায় গুলি করে হত্যা করে একদল সশস্ত্র দুর্বৃত্ত। ২৬ অক্টোবর রাঙামাটির কাপ্তাইয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হন। আহত হন আরও তিনজন। এর আগে মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নে নির্বাচনী সংঘর্ষে চারজন নিহত হন। প্রথম ধাপের নির্বাচনে কক্সবাজারের মহেশখালীতে সহিংসতায় দুজন নিহত হন। বরিশালের গৌরনদীতে দুজন নিহত হন।
বাউফলে সংঘর্ষে ১০ জন আহত, একজন গুলিবিদ্ধ
পটুয়াখালীর বাউফলে আওয়ামী লীগ সমর্থিত ও বিদ্রোহী প্রার্থীর কর্মীদের মধ্যে শনিবার রাত সাড়ে ১০টায় কালাইয়া-পটুয়াখালী সড়কের গাজী বাড়ির সামনে সংঘর্ষে ১০ জন আহত এবং এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ সজীবকে (২৯) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি ‘ঘোড়া’ মার্কার কর্মী এবং বিএনপির সমর্থক বলে স্থানীয় সূত্রে জানা গেছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়নে করা হয়েছে।
নেত্রকোনায় নির্বাচনী অফিস ভাংচুর
নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ও বারহাট্টার সাহতা ইউনিয়নে ‘নৌকা’ প্রতীকের প্রার্থীর নির্বাচনী অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করেছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকরা। শনিবার রাতে ও রবিবার দুপুরে পৃথক স্থানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
শিবগঞ্জে বিদ্রোহীর সমর্থকের হাত-পায়ের রগ কেটে নদীতে নিক্ষেপ
শিবগঞ্জে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর এক সমর্থকের হাত-পায়ের রগ কেটে নদীতে নিক্ষেপ করেছে নৌকার সমর্থকরা। রবিবার দুপুরে উপজেলার বিহার ইউনিয়নে এই ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আহত যুবকের নাম রবিউল ইসলাম। তিনি বিহার ইউনিয়ন পরিষদের মেম্বার আবু রায়হানের ভাই। এসময় নৌকার সমর্থকরা বিহার গ্রামের ২০টি বাড়িঘরও ভাঙচুর করে বলে অভিযোগ পাওয়া গেছে। রবিউল আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মতিউর রহমান মতিনের সমর্থক। রবিউলের ভাই ইউপি মেম্বার আবু রায়হান জানান, নৌকা মার্কার প্রার্থী মহিদুল ইসলামের ক্যাডার বাহিনী বিহার বাজারে অবস্থান নিয়ে প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকদের মারধর শুরু করে। পরে এলাকাবাসী সমবেত হয়ে তাদের বাধা দিলে তারা বাজার ছেড়ে বিভিন্ন পাড়ায় ঢুকে তাণ্ডব শুরু করে। এক পর্যায়ে তারা বাড়িতে হামলা করে তার ভাইকে তুলে নিয়ে দুই হাত ও ডান পায়ের রগ কেটে দিয়ে নাগর নদীতে ফেলে দেয়।
রূপগঞ্জে হামলায় ১৬ জন আহত, যানবাহন ভাংচুর
নারায়ণগঞ্জের রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী মিজানুর রহমানের প্রচারণায় হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে অন্তত ১৬ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে একাধিক যানবাহন। রবিবার উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের পশ্চিমগাঁও এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহেদ আলীর লোকজন জড়িত বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী ও তার কর্মীরা।
ধামরাইতে সংঘাতে আহত ৩৫
ঢাকা জেলার ধামরাইয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সোমভাগ, বালিয়া, গাংগুটিয়ার, রোয়াইল ইউনিয়নের পর শনিবার রাতে ও রবিবার সকালে সুয়াপুর ও নান্নার ইউনিয়নে নৌকার কর্মী ও বিদ্রোহী প্রার্থী সমর্থকদের মধ্যে কয়েক দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় বিদ্রোহী প্রার্থী হাফিজুর রহমান সোরাবসহ উভয় পক্ষের ৩৫ জন আহত হয়েছেন।
নারায়ণগঞ্জে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে প্রার্থীর
নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশীপুর ইউপি নির্বাচনে চরমোনাই পীর মনোনীত ইসলামী আন্দোলন বাংলাদেশের ‘হাতপাখা’র প্রার্থী ওমর ফারুকের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। শনিবার রাত সাড়ে ৯টায় ইউনিয়নের ভোলাইল গেদ্দারবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নাটোরে বাড়িঘরে হামলা
নাটোরের বড়াইগ্রামে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ মনোনীত ও বিদ্রোহী প্রার্থী সমর্থকদের বিরুদ্ধে পাল্টাপাল্টি অফিস ভাঙচুর ও নৌকার কর্মী-সমর্থকের বাড়িঘরে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রবিবার আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নীলুফার ইয়াসমিন বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখসহ আরও ৪০-৪৫ জনের নামে এবং বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামসুজ্জোহার পক্ষে আবু সাঈদ বাদী হয়ে ৩৬ জনের নামে থানায় পৃথক লিখিত অভিযোগ করেছেন।
গাংনীতে উত্তেজনা
মেহেরপুরের গাংনী উপজেলা মটমুড়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবুল হাশেম, স্বতন্ত্র প্রার্থী সোহেল আহমেদ ও ইউপি সদস্য মোতালেব হোসেনের পোস্টার চেঁড়াকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের ছাতিয়ান বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গাংনী থানায় ৩১ জনসহ অজ্ঞাত ১৫০ জনের নামে মামলা হয়েছে।
পিরোজপুরে প্রতিপক্ষের হামলায় তিনজন আহত
পিরোজপুরে ইউপি নির্বাচন নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় তিনজন আহত হয়েছেন। তাদের কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়েছে। এসময় বাড়ি-ঘরেও হামলার অভিযোগ পাওয়া গেছে। রবিবার পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহতরা হলেন দুর্গাপুর ওই ইউনিয়নের চেয়ারম্যান পদের স্বতন্ত্র প্রার্থী মো. আলতাফ হোসেন (ঘোড়া প্রতীক) এর সমর্থক ওই ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) আলী আক্কাস গাজী (৫২), চুঙ্গাপাশা গ্রামের টুটুল শেখ (৪২) ও রাসেল মাঝি (২৭)।
বহিষ্কারেও কাজ হচ্ছে না
আওয়ামী লীগের নীতিনির্ধারকরা বলছেন, বিরোধ মেটাতে কেন্দ্র থেকে বারবার লাগাম টেনে ধরার চেষ্টা অব্যাহত আছে। দলটির সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধ মিটিয়ে ঐক্যবদ্ধ থাকার জন্য বারবার নির্দেশ দিচ্ছেন। কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না। মাঝেমধ্যে বহিষ্কারও করা হচ্ছে। তবে তা ক্ষণস্থায়ী। কঠোর হুঁশিয়ারির পরও থামেনি কোন্দল। আওয়ামী লীগ একজন প্রেসিডিয়াম সদস্য জানান, ‘সব ঘটনা আওয়ামী লীগের অভ্যন্তরীণ নয়। স্থানীয় ব্যক্তিবর্গের আধিপত্য ধরে রাখার প্রবণতা, গোষ্ঠীগত দ্বন্দ্বের কারণেও এসব ঘটছে। তবে দলে বিচ্ছিন্ন ঘটনাও ঘটছে।’
তিনি বলেন, ‘আমরা দলীয় শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে কঠোর। যারাই বিশৃঙ্খলা করবে তাদের কাউকে বরদাশত করা হবে না।’
দ্বিতীয় ও তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের জন্য আওয়ামী লীগ দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে। তবে স্থানীয় এমপি ও জেলা নেতাদের ইচ্ছায় শরীয়তপুর ও মাদারীপুরে দুটি জেলায় দলীয় প্রার্থী দেওয়া হয়নি। সেখানে প্রার্থিতা উন্মুক্ত রাখা হয়েছে। প্রথম ধাপে ২১ জুন ২০৪টি ইউপি ও ২০ সেপ্টেম্বর ১৬০টি ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। দেশের প্রায় সাড়ে ৪ হাজার ইউপি নির্বাচন ডিসেম্বরের মধ্যে শেষ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
মাঠ পুলিশকে সতর্ক থাকার নির্দেশ
তফসিল ঘোষণার পর থেকেই খুনোখুনি, দাঙ্গা-হাঙ্গামাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা দেখা দিয়েছে। কয়েক জেলায় বড় ধরনের সংঘর্ষ, গোলাগুলি ও প্রাণহানি ঘটেছে। গত ২৬ অক্টোবর সদর দফতরে অনুষ্ঠিত সভায় ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় মাঠ পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে। সেই অনুযায়ী মাঠপর্যায়ের পুলিশ ইউপি ও পৌর নির্বাচনের তফসিল ঘোষিত এলাকাগুলোয় টহল ও নজরদারি জোরদার করেছে। নির্বাচন কমিশন ও মাঠপুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন, তারা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা অব্যাহত রেখেছেন। বৃহস্পতিবার পুলিশ সদর দফতর থেকে রেঞ্জ ডিআইজি ও এসপিদের কাছে বিশেষ বার্তা পাঠানো হয়েছে।
আমাদের বাণী/বাংলাদেশ/০২/১১/২০২১
Leave a Reply