রাজবাড়ীতে ধর্ষণের শিকার পাহারাদার নারী

রাজবাড়ীঃ জেলায় মাছ চাষের পুকুর পাহারাদার এক নারী (৩৫) কে জোরপূর্বক ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। ওই অভিযোগে রবিবার বিকালে রাজবাড়ী সদর থানায় ধর্ষিতা নারী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছন।

পুলিশ মামলার আসামী মোঃ সাবুকে (৩২) গ্রেপ্তার করেছে। সাবু রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের কৈডাঙ্গা গ্রামের মৃত আমোদ আলীর ছেলে।

ওই নারী জানিয়েছেন, তিনি পরিবারসহ একটি পুকুরের পারে ঘর তুলে বসবাস করেন এবং একই সাথে ওই মাছ চাষের পুকুরটির পাহারার কাজ করেন। বিভিন্ন সময়ে একাধিকবার সাবু ওই পুকুর থেকে মাছ চুরি করে আসছিল। বিষয়টি তিনি পুকুর মালিককে জানান। পুকুর মালিক সাবুর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা বলেন। এতে সাবু ওই নারীর উপর ক্ষিপ্ত হয় এবং তার ক্ষতি করার হুমকি দেয়।

গত শুক্রবার সন্ধ্যার দিকে তিনি বাজার শেষে বাড়ি ফিরছিলেন। পথে একটি বাঁশ বাগানের মধ্যে নিয়ে তাকে মারপিট করার পাশাপাশি ধর্ষণ করে এবং ধর্ষণ শেষে তাকে পুনরায় পারপিট করে হুমকী দিয়ে চলে যায় সাবু। বিষয়টি পুকুর মালিকসহ স্থানীয়দের অবহিত করে তাদের সাথে পরামর্শ শেষে থানায় মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পরে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশ।

রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ সাহাদাত হোসেন জানিয়েছেন, মামলা দায়েরের পর ধর্ষক সাবুকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাাথমিক জিজ্ঞাসাবাদে সাবু ধর্ষণের কথা স্বীকার করেছে। ওই নারীকে রাজবাড়ী সদর হাসপাতালে ডাক্তারী পরীক্ষা করানো হয়েছে।

আমাদের বাণী/বাংলাদেশ/০১/১১/২০২১

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.