বৃষ্টির ‘বন্ধু আমার মনে’

ঢাকাঃ প্রকাশ হতে যাচ্ছে তরুণ কণ্ঠশিল্পী সুমাইয়া বৃষ্টির নতুন গান ‘বন্ধু আমার মনে’। এর সুর ও সংগীতায়োজন করেছেন বেলাল খান। সম্প্রতি গানের ভিডিও নির্মাণ করা হয়েছে। শিগগিরই গানটি অনলাইনে প্রকাশ পাবে বলে শিল্পী ও সুরকার জানান।

সুমাইয়া বৃষ্টি বলেন, ‘নিখাদ প্রেমের গান এটি। এ সময়ের শ্রোতার ভালোলাগার কথা ভেবেই গানটি তৈরি করা হয়েছে। কথা ও সুরের পাশাপাশি ভিডিওতে ভিন্নতার ছাপ রাখার চেষ্টা করা হয়েছে। আমিও চেষ্টা করেছি গানে নিজের সেরা গায়কি তুলে ধরার। সব মিলিয়ে এ আয়োজন অনেকের ভালো লাগবে বলে আশা করছি।

এর আগে সুমাইয়া বৃষ্টি ‘তুমি আমার চাঁদ’, ‘এত কাছে’, ‘যদি তুমি’সহ বেশ কিছু একক ও দ্বৈত গান গেয়ে শ্রোতার মনোযোগ কেড়েছেন। পাশাপাশি বেশ কিছু ছবিতে প্লেব্যাক করেও সংগীতপ্রেমীদের প্রশংসা কুড়িয়েছেন।

আমাদের বাণী/বাংলাদেশ/০১/১১/২০২১

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.