বিয়ের সুসজ্জিত গেট দিয়েই বের হলো বরের লাশ

লক্ষ্মীপুরঃ  বাড়িতে চলছে বিয়ের ধুমধাম আয়োজন। গায়ে হলুদ নিয়ে ব্যস্ত সবাই। রাত পোহালেই বর যাবেন কনের বাড়ি। তবে বন্ধুদের নিয়ে হলুদ পাঞ্জাবিতে মেতে ওঠার শখ ছিল বরের। সেই শখ মেটাতে গায়ে হলুদের রাতেই পাঞ্জাবি কিনতে যান শহরে। কিন্তু শখের পাঞ্জাবি কিনতে গিয়ে নিথর দেহে বাড়ি ফিরলেন বর। শেরওয়ানির বদলে গায়ে উঠল সাদা কাফন, সুসজ্জিত বিয়ের গেট দিয়েই বের হলো লাশ।

মর্মস্পর্শী ঘটনাটি লক্ষ্মীপুরের। শনিবার রাতে রায়পুর-লক্ষ্মীপুর মহাসড়কের দরগাহখোলা এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত হন মোটরসাইকেল আরোহী বর শামীম হোসেন তারেক।

শামীম লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের আব্দুল ব্যাপারী বাড়ির মো. নূর নবীর ছেলে। তিনি লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষার্থী ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্বজনদের বরাত দিয়ে লক্ষ্মীপুর সদর থানার ওসি জানান, শনিবার রাতে শামীমের গায়ে হলুদ ছিল। রাতেই দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে হলুদ পাঞ্জাবি কিনতে জেলা শহরে রওনা দেন শামীম। রায়পুর-লক্ষ্মীপুর মহাসড়কের দরগাহখোলা এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয় একটি পিকআপ ভ্যান।

এতে গুরুতর আহত হন শামীমসহ দুই বন্ধু। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেয়। অবস্থার অবনতি হওয়ায় শামীমকে ঢাকায় পাঠান চিকিৎসকরা। রাত ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

আমাদের বাণী/বাংলাদেশ/৩১/১১/২০২১

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.