
ঢাকাঃ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট এ দেশের সিনেমায় বহুবার দেখা গেছে। এমনকি সেই সময়ের বিভিন্ন ঘটনা উঠে এসেছে বলিউডের পর্দাতেও। কিন্তু পাকিস্তানের সিনেমায় ৭১’এর বর্ণনা দেখা যায়নি। সেই ঘটনাই এবার পাকিস্তানের তরুণ নির্মাতা নাবিল কুরেশি সিনেমা ‘খেল খেল মে’তে উঠে আসবে। যার ট্রেলার প্রকাশের পর থেকে বিষয়টি নজরে এসেছে।
সেটি নির্মাতা নিজের ইনস্টাগ্রামে শেয়ার করে জানিয়েছেন, ৫০ বছর আগের ঘটনা নিয়ে সিনেমাটি নির্মাণ হয়েছে। যেখানে বিভিন্ন হ্যাশট্যাগের মধ্যে রয়েছে ‘#ঢাকাফল’। ট্রেলারের শুরুতে দেখা যায় বাংলাদেশের মতো একটি গ্রামে পাক হানাদারদের থেকে বাঁচতে পালাচ্ছে অনেক মানুষ। অনেককে গুলি করে হত্যা করা হচ্ছে। আর শেষের দৃশ্যে দেখা যায় ঢাকার বুড়িগঙ্গা নদী এবং সিনএজি থেকে নামছেন এক তরুণী।
চলতি বছরের কোরবানি ঈদে মুক্তির কথা ছিল ‘খেল খেল মে’—এর। কিন্তু করোনা কারণে তা আটকে যায়। অবশেষে মুক্তির তারিখ নির্ধারিত হয় ১৯ নভেম্বর। এখন অপেক্ষার বিষয় সিনেমাতে পাকিস্তান নিজেদের কীভাবে উপস্থাপন করেছে।
আমাদের বাণী/বাংলাদেশ/৩১/১১/২০২১
Leave a Reply