ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে বিএনপি: কাদের

ঢাকাঃ বিএনপির রাজনীতির সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি যদি নিজেদের বদলাতে না পারে, তা হলে ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হতে হবে মুসলিম লীগের মতো।

তিনি আজ রবিবার সকালে তার বাসভবনে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন।

‘মানুষ পরিবর্তন চায়’- বিএনপি নেতাদের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নেতিবাচক রাজনীতির কারণে বিএনপির অবস্থাই এখন শ্বাসরুদ্ধকর।

‘একদিকে নির্বাচন ও আন্দোলনের ব্যর্থতা, অপরদিকে কর্মী-সমর্থকদের হতাশা- সব মিলিয়ে বিএনপির রাজনীতিতে শ্বাসরুদ্ধকর অবস্থা বিরাজ করছে।’

সেতুমন্ত্রী বলেন, বিরোধী রাজনৈতিক দল হিসেবে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন বিএনপির রাজনীতিতে নেই, নেই কোনো রাজনৈতিক ইতিবাচক কর্মসূচি।

আমাদের বাণী/বাংলাদেশ/৩১/১১/২০২১

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.