দল থেকে বহিষ্কার হচ্ছেন ভেড়ামারার তিন বিদ্রোহী প্রার্থী

কুষ্টিয়াঃ আসন্ন ইউপি নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে নৌকা প্রতীকের বিরুদ্ধে নির্বাচনে অংশ গ্রহণ করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে জেলার ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের ৩ নেতাকে সাময়িক ও স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশ করেছে ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগ।

গত ২৮ অক্টোবর ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল আলম চুনু ও সাধারণ সম্পাদক সামছুল ইসলাম সানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বহিষ্কারের জন্য সুপারিশ প্রাপ্তরা হলেন ধরমপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ধরমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সামছুল হক,জুনিয়াদহ ইউপি নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক হাসানুজ্জামান হাসান ও চাঁদগ্রাম ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুজিবুল হক মুকুল।

আমাদের বাণী/বাংলাদেশ/৩১/১১/২০২১

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.