
ঠাকুরগাঁওঃ জেলার সদর উপজেলার ৭ নং চিলারং ইউনিয়নের ৬৭ বছরের ইমাম মো. খোরশেদ আলী। তিনি প্রায় ৩৫ হাজার তালগাছ রোপণ করেছেন। পল্লি চিকিৎসক খোরশেদের বীজ রোপণ করা সাড়ে তিন হাজার গাছ এখন দৃশ্যমান। এ গাছ রোপণ করতে গিয়ে তিনি পৈতৃক কৃষিজমি বিক্রি করেছেন।
তালগাছ বজ্রপাত প্রতিরোধসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে বিশেষভাবে উপকার করে। তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় ২০১৪ সাল থেকে চলতি বছর পর্যন্ত পর্যায়ক্রমে প্রতি বছর পাঁচ হাজার তালবীজ বপন করেছেন।
বিভিন্ন গ্রামে ঘুরে তালবীজ সংগ্রহ করেছেন খোরশেদ। সদর উপজেলার পল্লী বিদ্যুৎ বাজার থেকে বালিয়াডাঙ্গী উপজেলার কাদসূকা ব্রিজ পর্যন্ত প্রায় আট কিলোমিটার এবং কাদসূকা ব্রিজ থেকে চৌরঙ্গী বাজার পর্যন্ত ১০ কিলোমিটার সড়কের দু’ধারে এ মহাযজ্ঞ চালিয়েছেন। এতে তার কত টাকা ব্যয় হয়েছে জানতে চাইলে তিনি টাকার হিসাব প্রকাশে অপারগতা প্রকাশ করেন।
খোরশেদ আলী বলেন, মানুষের চলার পথে টাকা-পয়সা বড় কথা নয়। মানুষের মধ্যে স্মৃতি হয়ে থাকতে চাই। পরিবেশের ভারসাম্য রক্ষায় গত সাত বছর ঠাকুরগাঁওয়ের বিভিন্ন স্থানে ও রাস্তার পাশে তাল বীজ বপন করেছি। নিয়মিত গাছ পরিচর্যার জন্য পাহারাদার রেখেছি।
তিনি আরও বলেন, প্রতি বছর রাস্তায় পাঁচ হাজার করে তাল বীজ বপন করেছি। এ কাজে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি দুর্যোগ থেকে প্রকৃতি ও পরিবেশ ও মানুষকে রক্ষা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় তালবীজ বপনে ব্যক্তি উদ্যোগের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।
ঠাকুরগাঁও বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, খোরশেদ আলীর কাজ সারা দেশে অনন্য নজির হয়ে থাকবে। এ ধরনের আজ আরও কিছু মানুষ করলে দেশ, পরিবেশ ও প্রকৃতির উপকারে আসবে। খোরশেদ আলীর মতো তালসহ অন্যান্য গাছ লাগাতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবু হোসেন ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষ্ণ রায় জানান, তালগাছের অবস্থান প্রাকৃতিক পরিবেশের জন্য অবদান স্বরূপ। তাছাড়া তালগাছ বজ্রপাতসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে রোধে বিশেষভাবে উপকার করে। পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং প্রাকৃতিক দুর্যোগ হতে রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ঠাকুরগাঁও জেলার ইমাম মো. খোরশেদ আলী। তাকে সাধুবাদ জানানো উচিত। পাশাপাশি তার দেখে তাকে অনুসরণ করে নতুন প্রজšে§র এ ধরনের গাছ লাগানো কর্মসূচিতে অংশ নিয়ে পরিবেশকে বাঁচাতে এগিয়ে আসা উচিত বলে না মনে করেন এ দুই কৃষি কর্মকর্তা।
এমন মহৎ উদ্যোগ নেয়ায় খোরশেদ আলীকে সাধুবাদ জানিয়েছেন ঠাকুরগাঁওয়ের ডিসি মো. মাহবুবুর রহমান। এছাড়া ঠাকুরগাঁও জেলা পুলিশ প্রশাসনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
ডিসি বলেন, এমন শ্রম দিয়ে দেশের সেবা করার মতো মানুষের আজ খুবই অভাব। ইমাম মো. খোরশেদ আলীর এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি। এই কাজে তাকে পুরস্কৃত করা উচিত আমাদের। আর তাকে অনুসরণ করে জেলা প্রশাসনও এ কাজে উৎসাহিত হবে বলেও জানান তিনি।
আমাদের বাণী/বাংলাদেশ/৩১/১১/২০২১
Leave a Reply