একই মাসে মুক্তি পাচ্ছে মিস ওয়ার্ল্ড ঐশীর দুই চলচ্চিত্র

ঢাকাঃ একই মাসে মুক্তি পাচ্ছে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-খ্যাত জান্নাতুল ফেরদৌস ঐশী অভিনীত দুটি চলচ্চিত্র। বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর মুক্তি পাবে মীর সাব্বির পরিচালিত ‘রাত জাগা ফুল’। ছবিতে তাঁর বিপরীতে থাকছেন আবু হুরায়রা তানভীর।

অন্যদিকে আগামী ৩ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে সানি সানোয়ার ও ফয়সাল আহমেদ পরিচালিত ঐশী অভিনীত ছবি ‘মিশন এক্সট্রিম’। এই ছবিতে ঐশী নায়িকা হয়েছেন চিত্রনায়ক শুভর। এরই মধ্যে ছবিটির ট্রেইলার মুক্তি পেয়েছে।

‘মিশন এক্সট্রিম’ পুলিশি অ্যাকশন ছবি। অন্যদিকে ‘রাতা জাগা ফুল’ সরকারি অনুদানের ছবি। দুটো ছবি নিয়েই ঐশীর প্রত্যাশা অনেক।

ঐশী বলেন, ‘একই মাসে দুটি ছবি মুক্তি যেমন আনন্দের, তেমনি একটু টেনশনের। দুটি ছবি নিয়েই আমার প্রত্যাশা অনেক। আমি মনে করি, দুটি ছবিই ইন্ডাস্ট্রিতে আমার অবস্থান আরও শক্ত করবে।’

অভিনেতা মীর সাব্বির নাট্যপরিচালক হিসেবে সফল। প্রথমবার সরকারি অনুদানের ছবি নির্মাণ করেছেন তিনি। ইতিমধ্যেই ছবিটি চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা দিয়েছেন। পরিচালনার পাশাপাশি থ্রিলার ও রোমান্টিক ধারার ‘রাত জাগা ফুল’ ছবির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করেছেন মীর সাব্বির। সহ-প্রযোজনার পাশাপাশি বিশেষ একটি চরিত্রে অভিনয়ও করেছেন তিনি।

আমাদের বাণী/বাংলাদেশ/৩১/১১/২০২১

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.