
বরগুনাঃ নৌকার মিছিলে যেতে না চাওয়ায় জানানোয় বরগুনার সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নে এক বৃদ্ধকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।
শনিবার সন্ধ্যা ৬টার দিকে ইউনিয়নের পাতাকাটা গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী আবদুল লতিফ ফকির জানান, তিনি ওই ইউনিয়নে অনুষ্ঠেয় ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী (আনারস) এমএ বারি বাদলের সমর্থক। সন্ধ্যার দিকে নৌকার প্রার্থী নাজমুল ইসলাম নাসিরের সমর্থক আবুল কালাম ও মনিরসহ চার পাঁচজন তাঁকে জোর করে নৌকার মিছিলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তিনি যেতে অস্বীকৃতি জানানোয় কলার ধরে টেনে হিঁচড়ে নিয়ে যেতে চেষ্টা করে। একপর্যায়ে মারধর করে নৌকার সমর্থকেরা। পরে ‘এখানে কেউ নৌকার বিপক্ষে গেলে হাত পায়ের রগ কেটে দেওয়া হবে’ বলে হুমকি দিয়ে চলে যায় তারা।
কথা বলতে বলতে একপর্যায়ে কান্না চেপে লতিফ ফকির বলেন, বৃদ্ধ বয়সে নির্বাচনের জন্য এমন অপমানিত হতে হলো এটা দুঃখজনক!
ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী এমএ বারি বাদল আব্দুল লতিফকে নিজের সমর্থক উল্লেখ করে বলেন, প্রচারণার শুরু থেকেই নৌকার প্রার্থী এলাকায় প্রভাব বিস্তার করছে। আমার প্রচারণায় বাধা দিচ্ছে এবং আমার কর্মী সমর্থকদের মারধর, হুমকি দিয়ে আসছে। এটা নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশকে বাধাগ্রস্ত করে। আমি প্রচারণায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইন-শৃঙ্খলা রক্ষার দাবি জানাই।
তবে এম বালিয়াতলী ইউনিয়নের নৌকার প্রার্থী নাজমুল ইসলাম নাসির এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, এ রকম কোনো ঘটনার খবর আমি পাইনি। মূলত আমার পক্ষে জনসমর্থন দেখে স্বতন্ত্র প্রার্থীরা বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর চেষ্টা করছে।
আমাদের বাণী/বাংলাদেশ/৩১/১১/২০২১
Leave a Reply