গোপনে বিয়ে, এবার গোপনেই মা হলেন পপি

ঢাকাঃ জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি মা হয়েছেন!

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর একটি হাসপাতালে পুত্র সন্তান জন্ম দিয়েছেন তিনি। বর্তমানে মা-ছেলে দুজনই সুস্থ আছেন। বৃহস্পতিবার রাত থেকেই এমন গুঞ্জন চলচ্চিত্রপাড়ায়। যদিও বিষয়টি নিয়ে এই অভিনেত্রীর পক্ষ থেকে কিছুই জানানো হয়নি। পপির মুঠোফোন নাম্বারটি বন্ধ পাওয়া যাচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক চলচ্চিত্র পরিচালক গণমাধ্যমকে বলেন, আমিও জেনেছি তিনি মা হয়েছেন। বর্তমানে মা-ছেলে দুজনই ভালো আছেন।

দীর্ঘদিন ধরেই আড়ালে রয়েছেন পপি। জানা গেছে, প্রায় বছর দেড়েক আগে ষাটোর্ধ্ব বিবাহিত এক প্রকৌশলীকে গোপনে বিয়ে করেন পপি। রাজধানীর বারিধারায় ঐ প্রকৌশলীর নতুন আলিশান ফ্ল্যাটেই থাকছেন তিনি।

পপির আড়াল থাকার কারণে আটকে আছে কয়েকটি সিনেমা। তার মধ্যে রয়েছে- রাজু আলীম ও মাসুমা তানি পরিচালিত ‘ভালোবাসার প্রজাপতি’ ও আরিফুর জামান আরিফের ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ সিনেমা।

মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে ১৯৯৭ সালে বাংলা চলচ্চিত্রে এই নায়িকার অভিষেক হয়। এখন পর্যন্ত প্রায় দেড় শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। অভিনয়ের স্বীকৃতিস্বরূপ তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য পুরস্কার পেয়েছেন পপি।

আমাদের বাণী/বাংলাদেশ/৩১/১১/২০২১

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.