
ঢাকাঃ জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘সুলতান সুলেমান’ বাংলাদেশে খুবই জনপ্রিয়। যারা নিয়মিত সিরিয়ালটি দেখেছেন, তারা নিশ্চয়ই জানেন, সিরিয়ালটির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র হুররাম সুলতান। যিনি দাসী থেকে সুলতান সুলেমানের স্ত্রী হয়ে ওঠেন। সেই হুররাম সুলতানের একটি চিত্রকর্ম নিলামে এক লাখ ৭৩ হাজার ডলারে বিক্রি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য এক কোটি ৪৮ লাখ টাকার বেশি।
তুর্কি বার্তা সংস্থা আনাদুলো এজেন্সির বরাতে জানা যায়, গতকাল বুধবার (২৮ অক্টোবর) লন্ডনে ‘ইসলামি বিশ্ব ও ভারতের শিল্প’ শিরোনামে হুররামের এই চিত্রকর্মটি বিক্রি হয়ছে। ধারণা করা হচ্ছে, চিত্রটি ১৬-১৭ শতাব্দীতে আঁকা হয়েছে বলে।
ইসলামি বিশ্বের শিল্পী ও কারিগরদের অর্জনের ১ হাজার বছর উদযাপন উপলক্ষ্যে এই নিলাম অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে অন্তত ২০০ শিল্পকর্ম নিলামে তোলা হয়।
উল্লেখ্য, ইউক্রেনের পশ্চিমাঞ্চল রোক্সেলানা থেকে হুররামকে দাসী হিসেবে সুলতান সুলাইমানের হেরেমে আনা হয়েছিল। তারপর হুররামের রূপ ও প্রজ্ঞার কারণে প্রথা ভেঙে সুলতান তাকে বিয়ে করেন।
আমাদের বাণী/বাংলাদেশ/৩০/১১/২০২১
Leave a Reply