পানিতে ডুবে একসাথে ৪ শিশুর মৃত্যু

নওগাঁঃ জেলায় পুকুরে গোসল করতে নেমে ভাইবোনসহ চার শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ২টার দিকে নওগাঁ শহরের আরজি নওগাঁ শেরপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো- আব্দুস সালাম মণ্ডলের মেয়ে খাদিজা (৬), আনোয়ার হোসেনের মেয়ে আশা (৮) এবং টুকু মণ্ডলের মেয়ে সুরাইয়া (১০) ও ছেলে ফরহাদ (৬)।

স্থানীয়রা জানায়, আরজি নওগাঁ শেরপুর এলাকায় বাড়ির কাছের একটি পুকুরে গোসল করতে নামে ছয় শিশু। পুকুরে গোসল শেষে দুজন বাড়ি চলে যায়। আর বাকি ৪ জন পুকুরে গোসলের সময় পানির নিচে কাদায় আটকে যায়। দীর্ঘ সময় বাড়ি না ফেরায় পুকুরে গিয়ে খোঁজ করে পরিবার। এ সময় কাদার সঙ্গে আটকা অবস্থায় তাদের চারজনকে উদ্ধার করে বেলা ৩টায় নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নওগাঁ সদর থানার ওসি (তদন্ত) রাজিবুল ইসলাম চার শিশু নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে জানা গেছে।

আমাদের বাণী/বাংলাদেশ/৩১/১১/২০২১

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.