
ঢাকাঃ লড়াইটা ছিল শ্রেষ্ঠত্বের। সর্বোপরি গৌরবের। কিন্তু মাঠে তার সামান্য উত্তাপও ছিল না। একপেশে ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়াকে লজ্জায় ডুবিয়ে ৮ উইকেটের সহজ জয় তুলে নিয়েছে ইংল্যান্ড।
শনিবার (৩০ অক্টোবর) দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এক নম্বর গ্রুপের ম্যাচে ৫০ বল হাতে রেখে জয় তুলে নিয়েছে ইংলিশরা। এবারের আসরে এটি অস্ট্রেলিয়ার প্রথম হার। আর টানা তিন জয়ে সেমির পথে অনেকটাই এগিয়ে গেল ইংল্যান্ড।
ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে মাত্র ১২৫ রান তুলতেই দম ফুরিয়ে যায় অস্ট্রেলিয়ার। জবাবে ইংলিশ ওপেনার জস বাটলার একাই শেষ করে দেন ম্যাচ। তার হার না মানা ৭৫ রানের ইনিংসটি আসে মাত্র ৩২ বলের কনকর্ডে চড়ে। সাজানো ইনিংসটিতে পাঁচটি করে মারেন চার ও ছক্কা।
এর আগে ইংলিশদের জয়ের ভিত গড়ে দেন বোলাররা। তাদের সাঁড়াশি আক্রমণের কোনো জবাব জানা ছিল না অজি ব্যাটারদের। অধিনায়ক অ্যারন ফিঞ্চ যা একটু দৃঢ়তা দেখান। ৪৯ বল খেলে করেন ৪৪ রান। ইংলিশ বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন জর্ডান। ৪ ওভারে মাত্র ১৭ রান খরচায় পান ৩ উইকেট। সেই সুবাদে পান ম্যাচসেরার স্বীকৃতিও।
আমাদের বাণী/বাংলাদেশ/৩১/১১/২০২১
Leave a Reply