ঢাবি শিক্ষকের পিএইচডিতে চৌর্যবৃত্তি, তদন্তে প্রমাণ

ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের  ওষুধ প্রযুক্তি বিভাগের সাবেক শিক্ষক ও সহকারী প্রক্টর আবুল কালাম লুৎফুল কবীরের পিএইচডি গবেষণা অভিসন্দর্ভে চৌর্যবৃত্তির অভিযোগের প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি।

গতকাল বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের নিয়মিত সভায় তার শাস্তি নির্ধারণে তিন সদস্যের একটি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম এ ট্রাইব্যুনাল গঠন করে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, লুৎফুল কবীরের পিএইচডি অভিসন্দর্ভ নিয়ে ওঠা চৌর্যবৃত্তির অভিযোগ তদন্তে গঠিত কমিটির প্রতিবেদন এদিন সিন্ডিকেট সভায় উত্থাপন করা হয়। তদন্ত কমিটি চৌর্যবৃত্তির অভিযোগের প্রমাণ পেয়েছে।

লুৎফুল কবীরের শাস্তি নির্ধারণে আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন মো. রহমত উল্লাহকে প্রধান করে তিন সদস্যের একটি ট্রাইব্যুনাল গঠন করে দিয়েছে সিন্ডিকেট। ট্রাইব্যুনালের দেওয়া সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের বাণী/বাংলাদেশ/২৯/১০/২০২১

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.