তিন দিনেও উদ্ধার হয়নি সেই আমানত শাহ ফেরি

মানিকগঞ্জঃ  দুদিন আগে ১৭টি যানবাহন নিয়ে মানিকগঞ্জের পাটুরিয়া উল্টে যায় রো রো আমানত শাহ ফেরি। ঘটনার তৃতীয় দিনেও একে উদ্ধার করা সম্ভব হয়নি। তবে ডুবে যাওয়া অন্যান্য যানবাহনগুলোকে টেনে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী জাহাজ হামজা।

জানা গেছে, ৬০ টনি উদ্ধার সক্ষমতা হামজার ৪৮০ টনি আমানত শাহ’র উদ্ধারে অক্ষম। তাই ঘটনার পরপরই চাঁদপুর থেকে পাটুরিয়ার অভিমুখে রওনা হয় উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। কিন্তু এখনো সেটি ঘাটে এসে পৌঁছাতে না পারায় উদ্ধারকাজ বিলম্বিত হচ্ছে।

স্রোতের বিপরীতে ঘণ্টায় তিন থেকে চার কিলোমিটার নৌপথ অতিক্রম করতে পারে জাহাজ প্রত্যয়। আর পাটুরিয়া ঘাট থেকে চাঁদপুরের নৌপথের দূরত্ব প্রায় ২০০ কিলোমিটার। সেই হিসেব অনুযায়ী কবে নাগাদ উদ্ধারকারী জাহাজ পাটুরিয়া ঘাটে এসে পৌঁছাবে সে বিষয়ে স্পষ্ট কোনো মন্তব্য করতে পারেনি কর্তৃপক্ষ।

শুক্রবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯ টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন অথরিটি যুগ্ম পরিচালক ও উদ্ধারকারী জাহাজ হামজার কমান্ডার এসএম ছানোয়ার হোসেন বলেন, গত বুধবার সকালে পাটুরিয়া ফেরিঘাট এলাকায় ফেরি দুর্ঘটনার পরপরই চাঁদপুর থেকে রওনা হয় প্রত্যয় নামের উদ্ধারকারী জাহাজটি। তবে এখনও ঘটনাস্থলে পৌঁছায়নি সেটি। তাছাড়া, নদীতে প্রচণ্ড স্রোত থাকায় জাহাজটি স্রোতের বিপরীতে আসতে বেশ হিমশিম খাচ্ছে।

তিনি আরো জানান, এরই মধ্যে পাটুরিয়া ঘাটে ডুবে যাওয়া ট্রাকগুলোর মধ্যে ৯ টি ট্রাক ও একটি মোটরসাইকেল উদ্ধারকাজ সম্পন্ন করেছে হামজা। বাকি পাঁচটি ট্রাক আজ সন্ধ্যা নাগাদ উদ্ধার করা যেতে পারে। প্রত্যয় নামের উদ্ধারকারী জাহাজটি ঘটনাস্থলে এসে পৌঁছালে অর্ধেক ডুবে থাকা ফেরিটি উদ্ধারে কাজ শুরু করতে পারবো।

আমাদের বাণী/বাংলাদেশ/২৯/১০/২০২১

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.