আবারও যমজ সন্তানের বাবা হচ্ছেন রোনালদো

ঢাকাঃ ক্রিশ্চিয়ানো রোনালদোর জীবনে এসেছে সুখবর। আবারও বাবা হতে চলেছেন সিআর সেভেন। তবে এবার একটি নয়, তার ঘর আলো করে আসছে আসছে আরও দু’দুটো সন্তান।

গতকাল বৃহস্পতিবার এক টুইটের মাধ্যমে বিষয়টি জানিয়েছেন পাঁচ বারের ব্যালন ডি’অর বিজয়ী।

ব্যক্তিগত জীবনে চার সন্তানের জনক তিনি। বৃহস্পতিবার টুইট করে পর্তুগিজ মহাতারকা ঘোষণা দিয়েছেন, তার বান্ধবী জর্জিনা রদ্রিগেজ অন্তঃসত্ত্বা। আরও দুই সন্তান আসতে যাচ্ছে তার ঘরে। এর ফলে তার ঘরে আসবে ষষ্ঠ সন্তান।

সেই টুইটে রোনালদো লিখেছেন, ‘জমজ সন্তান আসছে, এ খবর জানাতে পেরে আমরা বেশ আনন্দিত। আমাদের আর তর সইছে না।’

রোনালদোর জীবনে জমজ সন্তান অবশ্য এবারই প্রথম নয়। তার দ্বিতীয় ও তৃতীয় সন্তানের জন্মও হয়েছিলে একইসঙ্গে। সেবার অবশ্য সারোগেসির মাধ্যমে এভা আর মাতেও নামে দুই জমজ সন্তানের বাবা হয়েছিলেন পর্তুগাল অধিনায়ক। এখন পর্যন্ত রোনালদোর সবশেষ সন্তানটা জন্ম নিয়েছে সেই ২০১৭ সালে। সে বছর নভেম্বর মাসে রোনালদো আর জর্জিনার প্রথম সন্তান আলানা জন্ম নেয়। সবকিছু ঠিকঠাক থাকলে চার বছর পর আবারও পিতৃত্বের স্বাদ নেবেন করতে চলেছেন পর্তুগিজ এই ফুটবলার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবর প্রকাশ্যে আসামাত্রই শুভেচ্ছার জোয়ারে ভেসে যাচ্ছেন তিনি। পর্তুগিজ ফুটবলারের ভক্তসমর্থক তো আছেই, সাবেক-বর্তমান সতীর্থরাও শুভেচ্ছা জানাচ্ছেন তাকে।

আমাদের বাণী/বাংলাদেশ/২৯/১০/২০২১

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.