
৪০ বছরের পুরোনো ছিলো বুধবার সকালে পাটুরিয়া ঘাটে ডুবে যাওয়া রো রো ফেরি আমানত শাহ। বুধবার বেলা পৌনে দশটার দিকে পাটুরিয়ার ৫ নং ঘাটে ১৭টি ট্রাক-কাভার্ডভ্যান ও বেশ কয়েকটি মোটরসাইকেল সহ ডুবে যায় আমানত শাহ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) উপমহাব্যবস্থাপক জিল্লার রহমান সংবাদমাধ্যমকে বলেন, পাটুরিয়ার ৫ নম্বর ঘাটে যখন দুর্ঘটনা ঘটে তখন ওই ফেরিতে ১৭টি ট্রাক ছিল।
বিআইডব্লিউটিসির এজিএম (মেরিন) আব্দুস সাত্তার বলেন, আমানত শাহ নামের ফেরিটির বয়স প্রায় ৪০ বছর। এই রুটি ১০টি রো রো ফেরি চলাচল করে। এর মধ্যে ৬টি ফেরির বয়স ৪০ বছর।
এদিকে পাটুরিয়া ঘাটে ডুবে যাওয়া আমানত শাহ উদ্ধারে কাজ করছে বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী জাহাজ হামজা।
প্রত্যক্ষদর্শীরা জানান, পৌনে দশটার দিকে মুহূর্তের মধ্যে ফেরিটি কাত হয়ে যায়। ঘাটে ফেরিটি ভেড়ার পর ৩টি ট্রাক নেমে যাওয়ার পরই ফেরিটি কাত হয়ে যায়। ফেরিতে ৬-৭টি মোটরসাইকেল, ৩টি প্রাইভেট কার ও কাভার্ড ভ্যান-ট্রাক মিলিয়ে ১৭টি যানবাহন ছিল। ১৪টি যানবাহন নদীতে পড়ে যায়।
এদিকে ফেরিটি ডুবে যাওয়ার পর দুর্ঘটনাস্থল থেকে কিছুটা দূরের চরের আটকে থাকতে দেখা যায় কয়েকটি কাভার্ড ভ্যানকে।
Leave a Reply