মুকসুদপুরে ব্যবসায়ী হত্যায় ৫ জনের ফাঁসির আদেশ

গোপালগঞ্জের মুকসুদপুরের ক্ষুদ্র ব্যবসায়ী দুলাল শেখ হত্যাকাণ্ডে ৫ আসামির প্রত্যেককে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদেরকে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন। তবে আসামীদের সবাই পলাতক রয়েছে।

আজ মঙ্গলবার অতিরিক্ত দায়রা জজ মো. আব্বাস উদ্দীন এ রায় ঘোষণা করেন

আসামিরা হলেন- মুকসুদপুর উপজেলার ভট্টাচার্য্য কান্দি গ্রামের মান্নান শেখের ছেলে ফক্কার শেখ, মুছা শেখের ছেলে মেহেদী হাসান শেখ, গোহালা গ্রামের শংকর সাহার ছেলে সুমন সাহা, একই গ্রামের কাঞ্চন ফকিরের ছেলে কাওছার ফকির এবং শ্রীজিতপুর গ্রামের সিরাজ মোল্লার ছেলে আল আমিন মোল্লা।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন এপিপি মোঃ শহিদুজ্জামান খান এবং আসামী পক্ষে মামলাটি পরিচালনা করেন মুন্সী আতিয়ার রহমান এবং মোহাম্মদ আবু তালেব শেখ। মামলার বাদী ছিলেন নিহতের স্ত্রী সুলতানা বেগম।

মামলার বিবরনে জানা যায়, ২০১২ সালের ২ জুন রাতে আসামীরা দুলাল শেখকে পরষ্পর যোগসাজসে কুপিয়ে হত্যা করে কুমার নদীতে ফেলে দেয়। পরের দিন ৩ জুন নদীর পানি থেকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। ওই দিনই মুকসুদপুর থানায় ৫জনকে আসামী করে নিহতের স্ত্রী সুলতানা বেগম একটি হত্যা মামলা করেন (মামলা নং-০৫)।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.