হুইল চেয়ারে চড়ে ভর্তিযুদ্ধে শাহনাজ

জন্ম থেকেই দুই পা অচল, চলাচল করতে হয় হুইল চেয়ারে। তবে এই প্রতিবন্ধকতা দমিয়ে রাখতে পারেনি শাহানাজ আক্তারকে৷ মেধার পাশাপাশি অদম্য ইচ্ছে শক্তি ও চেষ্টায় অব্যাহত রেখেছেন পড়াশোনা। স্বপ্ন দেখেন ভবিষ্যতে শিক্ষার আলো থেকে বঞ্চিত ও শারীরিকভাবে অক্ষম মানুষের কল্যাণে তিনি কাজ করবেন। কুমিল্লার লালমাই উপজেলার বাসিন্দা শাহনাজ আক্তার গুচ্ছ পদ্ধতির ‘বি ইউনিট’-এর ভর্তি পরীক্ষায় আজ রোববার কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) কেন্দ্রে অংশগ্রহণ করেন।

পরীক্ষা শেষে ভর্তি পরীক্ষায় দায়িত্বরত স্কাউট সদস্যদের সহায়তায় অটোরিকশায় উঠছিলেন শাহানাজ। সেখানেই কথা হয় শাহানাজ ও তার মা নূরজাহান বেগমের সঙ্গে।

নূরজাহান বেগম জানান, জন্ম থেকেই ভিটামিনের অভাবে শাহানাজের দুই পা অবশ। মেধা অনেক ভালো হওয়ায় সে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ধাপ পর্যন্ত আসতে পেরেছে। তিনি আরও বলেন, ‘পড়ালেখা শেষ করার পরে আমার মেয়েকে যদি সরকার কোনো চাকরির ব্যবস্থা করে দেয় তাহলে অনেক ভালো হবে।’

শাহানাজ বলেন, ‘আমার এত দূর আসার পেছনে মায়ের অনুপ্রেরণা সবচেয়ে বেশি। যারা শিক্ষাবঞ্চিত এবং শারীরিক ভাবে অক্ষম তাদের নিয়ে আমি ভবিষ্যতে কাজ করতে চাই।’

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.