সিরাজগঞ্জে ট্রাকচাপায় নিহত ২

সড়ক দুর্ঘটনা

সিরাজগঞ্জে ট্রাকের চাপায় মোটরসাইকেল দুই আরোহী নিহত হয়েছেন। এদের মধ্যে একজন বিমান বাহিনীর যশোর ক্যান্টনমেন্টের কর্মরত সদস্য রয়েছেন বলে জানা গেছে।

শনিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের ঘোড়াচরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সিরাজগঞ্জ পৌর শহরের ১ নম্বর খলিফাপট্টি এলাকার জুলমত হোসেনের ছেলে বিমান বাহিনীর সদস্য সাব্বির হোসেন (২৪) ও শহরের মুজিব সড়ক এলাকার হাজী রফিকুলের ছেলে হাসান (২৪)। নিহতরা একে অপরের বন্ধু।

সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম মোল্লাএ তথ্য নিশ্চিত করে বলেন, মোটরসাইকেলে চড়ে সাব্বির ও হাসান দুই বন্ধু বগুড়া থেকে সিরাজগঞ্জে ফিরছিলেন।

তারা ঘোড়াচরাএলাকায় পৌঁছালে দ্রুততগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই সাব্বির নিহত হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা হাসানকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.