
ময়মনসিংহের ত্রিশালে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় নারী ও শিশু সহ ৬জন নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছে ১০ জন। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।
শনিবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেলেরঘাট নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার চেলের ঘাট এলাকায় ঢাকা থেকে ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশে থেমে থাকা পাথরবোঝাই ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ৫ জন ও ত্রিশাল হাসপাতালে নেওয়ার পথে ১ জন সহ ৬ জন নিহত হয়। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর থেকে বাস ও ট্রাকের চালক পলাতক রয়েছে।
ত্রিশাল থানা পুলিশের পাশাপাশি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উদ্ধার কাজে অংশ নিয়েছে। দুর্ঘটনার পর এক ঘন্টারও বেশি সময় মহসড়কে যান চলাচল বন্ধ ছিল।
ত্রিশাল থানার অফিসার ইনর্চাজ মাইন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
Leave a Reply