
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় পদ্মায় মাছ শিকারে গিয়ে বজ্রপাতে তিন জেলের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন একজন। রোববার (১০ অক্টোবর) ভোর ৪টার দিকে উপজেলার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের দেওয়ানবাজার পয়েন্টে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ভোরে পদ্মা নদীতে মাছ শিকারে গেলে আকাশ খারাপ হতে থাকে। এ সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে আশপাশে জেলেরা এগিয়ে এসে আশঙ্কাজনক অবস্থায় একজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। উত্তর তারাবুনিয়া ইউনিয়নের বাসিন্দা শিপন মেহেদী বলেন, ভোরে মাছ ধরতে গেলে তাদের নৌকায় বজ্রপাত আঘাত হানে। এ সময় নৌকায় থাকা চারজনের মধ্যে তিনজন মারা যান। তাদের দাফনের প্রস্তুতি চলছে।
সখিপুর থানার ওসি মো. আসাদুজ্জামান হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply