মালয়েশিয়ায় ৯৫ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় অভিবাসন বিভাগের অভিযানে ৯৫ বাংলাদেশিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) গভীর রাতে মালয়েশিয়ার জালান ইকো ম্যাজেস্টিক ১/২ সি, কাজাং-এ একটি শেয়ার্ড হাউস এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি ইন্দেরা খায়রুল দাযাইমি দাউদ বলেন, বৃহস্পতিবার রাত ১টায় শুরু হওয়া অভিযানে মোট ৩২৬ জন বিদেশিকে আটক করা হয়। এরপর তাদের কাগজপত্র যাচাই করে ২৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরো লেন, বিদেশিদের অধিকাংশই উৎপাদন খাতে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করছেন। তবে তাদের মধ্যে কেউ কেউ নিজস্ব ব্যবসা করছেন।

আটকদের মধ্যে ৯৪ জন ইন্দোনেশিয়ান পুরুষ ও ২৮ জন নারী রয়েছেন। এছাড়া ৯৫ জন বাংলাদেশি, ৬৬ জন মিয়ানমারের, একজন ঘানা এবং ৬ জন ভিয়েতনামী পুরুষ ও সাতজন নারী রয়েছেন বলে জানান খায়রুল দাযাইমি দাউদ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.