
গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন রোগী ভর্তি হয়েছে ২৪২ জন। এর মধ্যে রাজধানী ঢাকায় ১৮৫ জন এবং অন্যান্য বিভাগে নতুন ভর্তি হয়েছে ৫৭ জন। আজ রোববার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কনট্রোল রুম থেকে (গতকাল সকাল ৮ টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত) পাঠানো ডেঙ্গু রোগীর সর্বশেষ এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত (২৬ সেপ্টেম্বর) ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১৭ হাজার ৩৫৭ জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে একই সময়ে এ পর্যন্ত হাসপাতাল থেকে সেবা নিয়ে এবং ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে ১৬ হাজার ২৫৩ জন। দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট এক হাজার ৪৩ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে।
এরমধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি ৪৫টি হাসপাতালে ৮১৪ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালগুলোতে ২২৯ জন ভর্তি রয়েছে। এই সময়ে মোট মৃত্যুর সংখ্যা ৬১ জন।
Leave a Reply