মমেকে আরও ৯ জনের মৃত্যু

করোনা

দেশের বিভিন্ন হাসপাতালে করোনা ও উপসর্গে মৃতের সংখ্যা শূন্যতে নেমে এলেও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কমছে না মৃত্যু, বরং আবারও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালটির করোনা ইউনিটে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে আটজন করোনার উপসর্গ নিয়ে ও একজন করোনা শনাক্ত হয়ে ইউনিটটিতে চিকিৎসাধীন ছিলেন।

শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি জানান, শুক্রবার সকাল ৮ টা থেকে শনিবার সকাল ৮ টা পর্যন্ত ইউনিটটিতে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া আটজনের মধ্যে ময়মনসিংহের চারজন, নেত্রকোনার তিনজন ও টাঙ্গাইলের একজন রয়েছেন।

তারা হলেন- ময়মনসিংহ সদরের সমলা (৭০), তহুরা বেগম (৪৫), তারাকান্দা উপজেলার আয়েশা খাতুন (৭৫), হালুয়াঘাটের মেদেন সিথিল (৬২), নেত্রকোনা সদরের আয়েশা আক্তার (৭০), দুর্গাপুর উপজেলার প্রমোধ পাল (৬০), মোহনগঞ্জেত শফিকুল ইসলাম (১৫) ও টাঙ্গাইলের গোপালপুরের হাসমত আলী (৬০)।

এছাড়াও একই সময়ের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকা অনিল চক্রবর্তী (৮৫) নামে আরেক ব্যক্তির মৃত্যু হয়ে হয়েছে। তিনি ময়মনসিংহ সদরের বাসিন্দা৷

এ নিয়ে চলতি সেপ্টেম্বর মাসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গে ১০৬ জনের মৃত্যু হলো। গত জুলাই ও আগস্ট মাসে ৯০১ জনের মৃত্যু হয়েছিল।

ডা. মুন আরও জানান, করোনা ইউনিটে নতুন করে ১৭ জন ভর্তিসহ ১৩৩ জন রোগী চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে আইসিইউতে রয়েছেন ১২ জন আছেন। আর ওই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ জন

এদিকে জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ১৮২ টি নমুনা পরীক্ষায় ১২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৬ দশমিক ৫৯ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২১ হাজার ৮৫৮ জন এবং সুস্থ হয়েছেন ২০ হাজার ৮১১ জন।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.