
কুড়িগ্রামঃ দুই মাসেরও বেশি সময় ধরে চলছে তিস্তার ভাঙ্গন। এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে কুড়িগ্রামের রাজারহাটের ঘড়িয়ালডাঙ্গা, বিদ্যানন্দ ও ছিনাই ইউনিয়নের শত শত পরিবারের বসতভিটা।
নদীতে নিজেদের বসতভিটা হারিয়ে দিশা হারিয়ে ফেলেছে এসব এলাকার মানুষজন। অধিকাংশ পরিবার আশ্রয় নিয়েছে আত্মীয়-স্বজনের বাড়িতে। এছাড়া হুমকির মুখে রয়েছে তিন ইউনিয়নের একাধিক স্কুল ও কয়েকটি মসজিদসহ কালভার্ট।
এদিকে তিস্তার অব্যাহত ভাঙ্গনের ফলে কৃষকদের ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়েছে। তিস্তায় বিলীন হয়ে গেছে অন্তত একশ বিঘা জমির রোপা আমনের ক্ষেত। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড সূত্র জানিয়েছে, তিস্তা নদীর ভাঙন রোধে স্থায়ীভাবে সমস্যা সমাধানে প্রকল্প বাস্তবায়নের জন্য সরকার পরিকল্পনা গ্রহণ করেছে।
গতিয়াসাম মৌজার লিলি বেগম বলেন, এখন পর্যন্ত আমার দুই একর জমি নদীগর্ভে গেছে। বাড়িঘর ভেঙ্গে পরিবারের সদস্যদের নিয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছি।
আমাদের বাণী/বাংলাদেশ/১৬/০৯/২০২১
Leave a Reply