
কুষ্টিয়ার দৌলতপুরে আব্দুল খান হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। অপরাধ প্রমাণিত না হওয়ায় মামলার অপর দুই আসামিকে খালাস দিয়েছে আদালত।
অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মোহাম্মদ তাজুল ইসলাম মঙ্গলবার দুপুর দেড়টার দিকে এই রায় দেন।
কোর্ট ইন্সপেক্টর আল ইমরান এ তথ্য নিশ্চিত করেছেন।
যাবজ্জীবন দণ্ড পাওয়া আসামিরা হলেন, মো. মজিবুর, মো. সাইফুল, মো. আরিফ, মো, সফিক এবং আসাদুল ইসলাম। তারা সবাই মিরপুর উপজেলার সুলতানপুর গ্রামের বাসিন্দা। তাদের মধ্যে সাইফুল ও আরিফ আপন দুইভাই।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১৯ জুন দৌলতপুর থানায় আব্দুল খান হত্যা মামলা করা হয়।
Leave a Reply