বন্যপ্রাণী হত্যা করলেই আইনগত ব্যবস্থা: পরিবেশমন্ত্রী

ঢাকাঃ গতকাল রবিবার (২৯/৮/২০২১) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ‘এডিপিভুক্ত উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভা’ শীর্ষক ভার্চুয়াল কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

তিনি কঠোরভাবে বলেন, সুন্দরবন, নিঝুম দ্বীপ সহ দেশের যেকোন বনাঞ্চলের প্রাণীকে হত্যা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

পরিবেশমন্ত্রী যথাযথ অনুসন্ধান শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধান বন সংরক্ষককে নির্দেশনা দেন। এছাড়া মন্ত্রী সমুদ্র উপকূলে মৃত ডলফিন ভেসে ওঠার কারণ অনুসন্ধানপূর্বক গণমাধ্যমকে অবহিত করার নির্দেশনা দেন।

পরিবেশমন্ত্রী বলেন, দেশের সার্বিক পরিবেশের উন্নয়নের সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। বৃক্ষরোপণ ও পরিবেশের মান উন্নয়নে গৃহীত প্রকল্পের কাজ প্রথম থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করতে হবে। কাজের মান বজায় রাখতে হবে। শব্দ দূষণের বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামালের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার।

সভায় অন্যান্যের মধ্যে ভার্চুয়ালি যুক্ত ছিলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) আহমদ শামীম আল রাজী, অতিরিক্ত সচিব (পরিবেশ) মো. মনিরুজ্জামান, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক মো. আশরাফ উদ্দিন এবং বন অধিদফতরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসেন চৌধুরী, প্রকল্প পরিচালকগণসহ মন্ত্রণালয় ও অধীন দফতর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.