খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

খুলনাঃ চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার উথলী রেলওয়ে স্টেশনে মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে গেছে। সেজন্য খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গতকাল রবিবার রাত ১২টা ৪০ মিনিটে উথলী স্টেশনের সামনে লুপ লাইনে বগিগুলো লাইনচ্যুত হয়।

আজ সোমবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করেছে।

এ ঘটনার পর ইতিমধ্যে উথলী রেলওয়ে স্টেশনের পার্শ্ববর্তী দর্শনা, আনছারবাড়িয়া এবং সাবদালপুর স্টেশনে চারটি যাত্রীবাহী ট্রেন আটকা পড়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন উথলী রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ আলী। তিনি জানান, খুলনা থেকে ডিজেল নিয়ে মালবাহী ট্রেনটি উথলী রেলওয়ে স্টেশনে আসে। ক্রসিংয়ের জন্য ট্রেনটি ২ নম্বর লাইনে নেওয়া হয়ে। রবিবার রাত ১২টা ৪০ মিনিটে ক্রসিং শেষে ট্রেনটি নাটোরের উদ্দেশ্যে ছাড়ে। ট্রেনটি ২ নম্বর লাইন থেকে ১ নম্বর লাইনে ঢোকার ১৪/১৫ নম্বর পয়েন্ট অতিক্রম করার সময় চারটি বগি লাইনচ্যুত হয়। এ কারণে এ লাইনে ট্রেন যোগাযোগ চ্ছিন্ন হয়ে যায়। বেলা ১২টা নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে।

আমাদের বাণী/বাংলাদেশ/৩০/০৮/২০২১

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.