নতুন সিনেমায় মিথিলা

ঢাকাঃ কলকাতার সিনেমায় আবার অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশের আলোচিত অভিনেত্রী মিথিলা। সিনেমার নাম ‘আ রিভার ইন হেভেন’, পরিচালক রিঙ্গো বন্দ্যোপাধ্যায়। সিনেমাটিতে মিথিলাকে দেখা যাবে সন্তান হচ্ছে না এমন এক নারীর চরিত্রে।

ভারতের হিন্দুস্তান টাইমস পত্রিকার বাংলা সংস্করণের খবরে জানা গেছে, চলতি মাস থেকেই সিনেমাটির শুট শুরু হবে। মিথিলার বিপরীতে অভিনয় করবেন ববি চক্রবর্তী। সিনেমার গল্প সিনেমাটোগ্রাফি, ব্যাকগ্রাউন্ডও করছেন পরিচালক নিজেই।

সিনেমাটিতে দেখা যাবে স্বপন আর বিশাখা মধ্যবিত্ত পরিবারের দম্পতি। বিয়ের বহু বছর পরও তাঁদের কোনও সন্তান নেই। আর এ কারণে স্বপন অনবরত দোষ দেয় বিশাখাকে। রেগে গিয়ে গায়ে হাতও তোলে। কিন্তু, ছেড়ে যেতে পারে না ভালোবাসার কারণে। তাঁরা বারাণসী আসেন ঠাকুরের আশীর্বাদ নিতে। আর সে সময়ই দেখা হয় বিশাখার প্রাক্তন প্রেমিক ও শিক্ষক কৌশিকের সঙ্গে।

‘আ রিভার ইন হেভেন’ সিনেমাটিতে আরও অভিনয় করছেন শ্রমণা চক্রবর্তী, সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়, চান্দ্রেয়ী ঘোষ, অমৃতা চট্টোপাধ্যায়, তন্নিষ্ঠা বিশ্বাসসহ অনেকেই।

আমাদের বাণী/বাংলাদেশ/২৮/০৮/২০২১

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.