আমেরিকা আফগানিস্তান না ছাড়লে সরকার গঠন করবে না তালেবান

ঢাকাঃ যতক্ষণ না আমেরিকার সেনা আফগানিস্তান ছাড়ছে, ততক্ষণ নতুন সরকার গঠন করা হবে না। আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে এমনটাই জানিয়েছে তালেবান সূত্র।

সামনের ৩১ অগস্টের মধ্যে আমেরিকার সমস্ত সেনা আফগানিস্তান ছাড়বে বলেই তালেবানের সঙ্গে সমঝোতা হয়েছিল আমেরিকার। প্রাথমিকভাবে এমন খবরই সামনে এসেছিল।

১৫ অগস্ট তালেবান বাহিনী কাবুল দখল নিশ্চিত করতেই রাজধানী শহরে বসবাসকারী আমেরিকার নাগরিকেরা আফগানিস্তান ছাড়তে শুরু করে। ইতিমধ্যেই প্রায় ১৭ হাজার নাগরিককে বাইডেন প্রশাসন দেশে ফিরিয়ে নিয়ে গেলেও এখনও প্রচুর মানুষ আটকে রয়েছেন কাবুলে। তাঁদের প্রত্যেককে দেশে ফেরাতে গেলে ৩১ অগস্টের বেশি সময় লেগে যাতে পারে বলেই মনে করা হচ্ছে।

ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনও আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনকে ওই সময়সীমা বাড়ানোর আবেদন জানিয়েছেন। বিষয়টি নিয়ে জি-৭ বৈঠকেও আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। তালেবানের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, নাগরিকদের দেশে ফেরানোর কাজ নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করতে হবে। সময়সীমা বাড়ানো হবে না।

সমঝোতার অন্যথা হলে পরিণাম খারাপ হবে বলেই ব্রিটেনের সংবাদ মাধ্যমে হুমকি দিয়েছেন এক তালেবান মুখপাত্র। তার পরই তালেবান সূত্রের তরফে বলা হল, আফগানিস্তানে এক জন আমেরিকার সেনা থাকলেও নতুন সরকার গড়বে না তারা।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

আমাদের বাণী/বাংলাদেশ/২৫/০৮/২০২১

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.