আলেশা মার্টসহ ৯ ই-কমার্স প্রতিষ্ঠানের তথ্য চেয়েছে বাণিজ্য মন্ত্রণালয়

ঢাকা: ৯টি বড় ই-কমার্স প্রতিষ্ঠানের ব্যাংক লেনদেনের তথ্য এবং আর্থিক তথ্য জানতে চেয়ে বাংলাদেশ ব্যাংককে চিঠি পাঠিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার (২৪ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়। তবে কত দিনের মধ্যে তথ্যগুলো জানাতে হবে সে নিয়ে চিঠিতে কিছু উল্লেখ করা হয়নি।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানায়, মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেল থেকে যেসব প্রতিষ্ঠানের কাছে তথ্য চেয়ে চিঠি পাঠানো হয়েছে সেগুলো হচ্ছে- ই অরেঞ্জ, ধামাকা, সিরাজগঞ্জ শপ, আলাদিনের প্রদীপ, কিউকুম, বুম বুম, আদিয়ান মার্ট, নিড ডট কম ডট বিডি এবং আলেশা মার্ট।

চিঠিতে বলা হয়েছে, এই ৯ ডিজিটাল কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে গ্রাহকদের কাছ থেকে অগ্রিম অর্থ আদায়ের অভিযোগ পাওয়া যাচ্ছে। একইসঙ্গে মার্চেন্টদের কাছ থেকে পণ্য নিয়ে মূল্য পরিশোধ না করারও অভিযোগ পাওয়া যাচ্ছে।

এছাড়াও চিঠিতে বলা হয়, প্রতিষ্ঠানগুলোর বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণের জন্য তাদের সর্বশেষ আর্থিক অবস্থা, ক্রেতা ও মার্চেন্টদের কাছে মোট দেনার পরিমাণ জানা দরকার। পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর চলতি ও স্থায়ী মূলধনের পরিমাণ এবং প্রতিষ্ঠানগুলো কোনো অর্থ কোথাও সরিয়েছে কি না তা জানতে চাওয়া হয়েছে।

উল্লেখ্য, অগ্রিম টাকা নিয়েও পণ্য বা অর্থ ফেরত না দেওয়ায় গত আগস্টে ই-অরেঞ্জের মালিকপক্ষের বিরুদ্ধে ১ হাজার ১০০ কোটি টাকা আত্মসাতের দায়ে মামলা হয়েছে। মামলার আসামিদের মধ্যে ই-অরেঞ্জের মূল মালিক সোনিয়া মেহজাবিন ও তার স্বামী মাসুকুর রহমান এবং প্রধান পরিচালনা কর্মকর্তা আমানউল্লাহ চৌধুরী গ্রেফতার হয়েছেন।

আমাদের বাণী/বাংলাদেশ/২৫/০৮/২০২১

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.